তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ২০:১৩
শুকরি কনরাড -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে ২০২৫ (বাসস) : টেস্টের পর দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও কোচের দায়িত্ব পেলেন শুকরি কনরাড। 

এপ্রিলের শেষে সাদা বলে দলের কোচের পদ থেকে সরে দাঁড়ান রব ওয়াল্টার। তার জায়গায় নিয়োগ পেয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে কাজ করবেন কনরাড।

আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) প্রকাশিত এক বিবৃতিতে কনরাড বলেন, ‘টেস্ট দলের কোচিং করা আমার ক্রিকেট যাত্রার সবচেয়ে বড় সুযোগ ছিল। এখন সাদা বলের দায়িত্ব পাওয়াও সত্যিই দারুণ ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমি ভবিষ্যৎ নিয়ে সত্যিই উদগ্রীব হয়ে আছি। দক্ষিণ আফ্রিকার সাদা বলের ক্রিকেটে অবিশ্বাস্য রকমের প্রতিভা আছে। সিনিয়র খেলোয়াড় থেকে শুরু করে প্রোটিয়াদের প্রতিনিধিত্ব করতে আগ্রহী উদীয়মান তথা  জুনিয়র দল পর্যন্ত। তাদের গড়ে তোলার জন্য একটি শক্ত ভিত্তি আছে। আমি বিশ্বাস করি বিশেষ কিছু অর্জনের জন্য যা যা প্রয়োজন, সেসব কিছুই আমাদের আছে।’

কনরাডের অধীনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী মাসে লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রোটিয়ারা। 

ব্যস্ত সূচির কথা মনে করিয়ে দিয়ে কনরাড বলেন, ‘আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। আগামী মাসেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আছে। এরপর আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। এ সময়ের মধ্যে  পরিকল্পনাগুলো সঠিকভাবে  করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের খেলোয়াড়দের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, প্রতিটি ফরম্যাটেই যেন আমরা সবচেয়ে শক্তিশালী দল মাঠে নামাতে পারি।’

জিম্বাবুয়ে ও নামিবিয়ার সাথে  যৌথভাবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০