তৃতীয়বার বর্ষসেরা সালাহ

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ২০:১৮
তৃতীয় বারের মত ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ -ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে ২০২৫ (বাসস) : তৃতীয় বারের মত ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালাহ। 

লিভারপুলের হয়ে ২০তম ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে বড় অবদান রাখেন সালাহ। চলতি মৌসুমে তিন ম্যাচ হাতে রেখে ইতোমধ্যে শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। 

প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে ৩৫ ম্যাচে ২৮ গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেন সালাহ। এবারের লিগে এখন পর্যন্ত  সর্বোচ্চ গোলের মালিক তিনিই। যার সুবাদে  ২০২৪-২৫ মৌসুমে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই ফরোয়ার্ড। 

এফডব্লিউএ এক বিবৃতিতে জানিয়েছে, ৯০০ এর বেশি সদস্যের ৯০ শতাংশ ভোটই পেয়েছেন সালাহ। যা এই শতাব্দীতে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির।

ভোট বিবেচনায়, লিভারপুলের সেন্টার-ব্যাক ভার্জিল ভ্যান ডিক দ্বিতীয় স্থানে, নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক তৃতীয় স্থানে এবং আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস চতুর্থ স্থানে আছেন।

এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ সালে এই পুরস্কার জিতেছিলেন সালাহ। ফলে দ্বিতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বার এফডব্লিউএ বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার জিতলেন তিনি। তিনবার এই অ্যাওয়ার্ড জিতেছেন আর্সেনালের সাবেক ফরোয়ার্ড থিয়েরি অঁরি।

সম্প্রতি দুই বছরের নতুন চুক্তিতে ২০২৭ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকা নিশ্চিত করে ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন সালাহ। 

সালাহর থাকা নিশ্চিত হওয়ায় আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ২১টি শিরোপা জয়ের পথে ফেভারিট থাকবে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০