নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’

বাসস
প্রকাশ: ০৯ মে ২০২৫, ২০:২৪

ঢাকা, ৯ মে ২০২৫ (বাসস) : প্রথম দুই ম্যাচ জিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ইতোমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।

সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এবার নিউজিল্যান্ডকে  হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি। 

বোলারদের নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৪৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড ‘এ’। বল হাতে বাংলাদেশের খালেদ আহমেদ ২৭ রানে ও তানভির ইসলাম ৪৫ রানে ৩টি করে এবং শরিফুল ইসলাম ও এবাদত হোসেন ২টি করে উইকেট নেন।

জবাবে ১৩৬ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ। ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ৪২ ও এনামুল হক ৩৮ রান করেন। 

অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসানের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডে ৮৭ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। অঙ্কনের ১০৫ ও নুরুলের ১১২ রানের উপর ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৪৪ রানের বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। 

জবাবে ২৫৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। বাংলাদেশের স্পিনার মোসাদ্দেক হোসেন ৩ উইকেট নেন।

জয়ের ধারা অব্যাহত রেখে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যের কথা জানালেন বাংলাদেশের ডান-হাতি ব্যাটার অঙ্কন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই আমরা ফলাফল নিয়ে চিন্তা না করে, কীভাবে নিজেরা দল হিসেবে ভালো পারফর্ম করতে পারি তার চেষ্টা করেছি। একটা দল হিসেবে সব বিভাগে কীভাবে আরও নিজেদের উন্নতি করতে পারি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো করছি আমরা। আশা করি দিন শেষে কি ফলাফল হয় সেটা দেখতে পারব।’

ওয়ানডে শেষে দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল। সিলেটে প্রথমটি ১৪ মে  এবং দ্বিতীয়টি ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ মে শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০