আইপিএলের পর পিএসএলও স্থগিত

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:৪৭

ঢাকা, ১০ মে ২০২৫ (বাসস) : ভারতের সাথে সংঘাতের পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। পিএসএলের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে করার সিদ্ধান্ত নেওয়ার একদিন পরই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

পিসিবি জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ৭৮টি ড্রোন প্রবেশ করায় ভারতের সাথে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনা অনুযায়ী আপাতত পিএসএল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফের পরামর্শ অনুসারে পিএসএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা এবং আফগানিস্তানের ৩৭ জন বিদেশী খেলোয়াড় পিএসএলে অংশ নিচ্ছে।

গত ৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কাছে ড্রোন হামলা হলে করাচি কিংস এবং পেশোয়ার জালমির ম্যাচ স্থগিত হয়ে যায়। এতে পাকিস্তান ছেড়ে দেশে ফেরার কথা জানায় বেশিরভাগ বিদেশী খেলোয়াড়। 

শীর্ষস্থানীয় খেলোয়াড়দের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার, ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার এবং নিউজিল্যান্ড সাদা বলের বর্তমান অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।

বাংলাদেশ থেকে পিএসএলে লাহোর ক্লানদার্সে রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমি দলে ছিলেন নাহিদ রানা। রিশাদ কয়েকটি ম্যাচ খেললেও, কোন ম্যাচ খেলার সুযোগ পাননি নাহিদ। 

পিসিবি জানিয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারা বলেছে, ‘অংশগ্রহণকারী খেলোয়াড়দের মানসিক সুস্থতা এবং আমাদের বিদেশী খেলোয়াড়দের অনুভূতির প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা রয়েছে এবং যারা নিজ দেশে ফিরতে চায় তাদের পরিবারের উদ্বেগকে আমরা সম্মান করি।’

ছয় দলের পিএসএলে এখনও আটটি ম্যাচ বাকি আছে। 

পাকিস্তানের সাথে দ্বন্দ্বের কারণে খেলোয়াড়দের নিরাপত্তার বিবেচনায় ইতোমধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরও স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে : আইন উপদেষ্টা
রুয়েটে নবীনবরণ অনুষ্ঠিত
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে নেপাল : রাষ্ট্রদূত
মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান
৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেফতার
সিলেটে কোরবানিযোগ্য পশু তিন লাখ ৯ হাজার
সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সীমান্তে বসবাসকারীদের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিজিবির মতবিনিময়
১০