কোহলির টেস্ট ছাড়ার পরিকল্পনাকে পুনর্বিবেচনা করার অনুরোধ বিসিসিআইর

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:৫০

ঢাকা, ১০ মে ২০২৫ (বাসস) : টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। আগামী মাসে ইংল্যান্ড সফরের আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান টিম ইন্ডিয়ার ব্যাটার কোহলি। 

কিন্তু কোহলিকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। 
ভারতীয় সংবাদমাধ্যমের সাথে আলাপকালে এক কর্মকর্তা বলেন, ‘কোহলি এখনও পুরোপুরি ফিট এবং রান ও জয়ের জন্য ক্ষুধার্ত এবং তার উপস্থিতি পুরো দলের মনোবলকে উজ্জীবিত করে। এজন্য বোর্ড তাকে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে।’

যদি টেস্ট ক্রিকেট থেকে অবসরই নেন কোহলি, তাহলে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি ঘটবে। ভারতের হয়ে ১২৩টি টেস্ট খেলে ২১০ ইনিংসে ৩০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন কোহলি। এরমধ্যে অধিনায়ক হিসেবে ৬৮ ম্যাচের ১১৩ ইনিংসে ২০ শতক ও ১৮ অর্ধশতকে ৫৮৬৪ রান করেছেন এই ডান-হাতি ব্যাটার।

টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না কোহলির। গত বছর ১০ টেস্ট খেলে ২৪.৫২ গড়ে ৪১৭ রান করেছেন তিনি। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি।

ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন আছে গত অস্ট্রেলিয়া সফর থেকে টেস্ট ক্রিকেট ছাড়ার পরিকল্পনা করছিলেন কোহলি। এটি নিয়ে সতীর্থদের সাথে আলোচনাও করেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে ৫ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন কোহলি। 

গত সপ্তাহে টেস্ট থেকে অবসর নেন রোহিত শর্মা। আসন্ন ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচন করতে শিগগিরই আলোচনায় বসবেন ভারতের নির্বাচকরা। 

কোহলির অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে ইংল্যান্ড সফরে ব্যাটিং বিভাগ নিয়ে সমস্যায় পড়বে ভারত। কারন ইংল্যান্ডের মত গুরুত্বপূর্ণ সিরিজের আগে রোহিত-কোহলির অবসর চিন্তায় ফেলবে টিম ম্যানেজমেন্টকে। 

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ের পর সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত ও কোহলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নোয়াখালীতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু 
পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজশাহীতে অনুমোদনহীন বেকারিকে জরিমানা
ইরানে হত্যার দায়ে ১ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য করা উচিত নয় : জার্মান চ্যান্সেলর
চাঁদপুর আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস
পাবনার প্রত্যন্ত চতরা বিলাঞ্চলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, দুই জন আটক
‘নগরীর ফুসফুস’ খ্যাত ধর্মসাগর দিঘির সৌন্দর্য বৃদ্ধিতে ৪৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ
১০