মৌসুমের শেষে লেভারকুসের ছাড়ছেন আলোনসো

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৭:২৮


ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : চলতি মৌসুমের শেষে বায়ার লেভারকুসেন ছাড়ার ঘোষনা দিয়েছেন কোচ জাভি আলোনসো। আর এতেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে তার যাবার গুঞ্জন আরো জোড়ালো হয়েছে। 

এ সম্পর্কে আলোনসো বলেছেন, বিদায় বলার এটাই সঠিক সময়। কিন্তু পরবর্তী ঠিকানা নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি। এই মুহূর্তে ভবিষ্যত নিয়ে বেশী কিছু বলা ঠিক হবেনা বলেই আলোনসো জানিয়েছেন। 

এদিকে স্প্যানিশ ও জার্মান বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টের সূত্র ধরে জানা গেছে ৪৩ বছর বয়সী আলোনসো ইতোমধ্যেই রিয়ালের সাথে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন। ক্লাব বিশ্বকাপের পর তিনি রিয়ালে যোগ দিতে যাচ্ছেন। সেখানে তিনি কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হবেন।

২০২২ সালের অক্টোবরে লেভারকুসেনের দায়িত্ব নিয়েছিলেন আলোনসো। এরপর তার অধীনে লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমে লিগ ও কাপ শিরোপা জয়ে অপরাজিত ছিল। ক্লাবের ইতিহাসে এই প্রথম লেভানকুসেন বুন্দেসলিগায় শিরোপা জয় করেছিল। 

২০২৪ সালের মার্চে আলোনসো ঘোষনা দিয়েছিলেন, লিভারপুল, রিয়াল ও বায়ার্ন মিউনিখের আগ্রহ সত্তেও তিনি লেভারকুসেনেই থাকবেন। এই তিন ক্লাবেই তিনি খেলোয়াড় হিসেবে কাটিয়েছেন। 

রোববার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ঘরের মাঠে শেষবারের মত লেভারকুসেনের ডাগআউটে থাকবেন আলোনসো। এরপর লিগের শেষ ম্যাচ মেইঞ্জে খেলতে যাবে লেভারকুসেন। 

আলোনসো বলেছেন, ‘আমাদের এই মুহূর্তটা উপভোগ করতে হবে। আমাদের সকলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে। আমি আজ সকালে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে কথা বলেছি। অসাধারণ এই তিন বছরে যারা আমাকে সবদিক থেকে সহযোগিতা করেছে। এখন সবাই মিলে ভালভাবে লিগ শেষ করার চেষ্টা করছি। বিশেষ করে ঘরের মাঠের দর্শকদের সামনে আগামীকালই শেষ দিন। ফুটবলের অর্থই হচ্ছে মুহূর্ত। ভাল মুহূর্ত পাওয়া ভাগ্যের ব্যপার। তবে মুহূর্তগুলো উপভোগ করাই চ্যালেঞ্জিং। সঠিক ভাবে ক্লাবের ভাল অনুভূতিগুলো সবাই মিলে অর্জন করাই গর্বের বিষয়।’

গত রোববার ফ্রেইবার্গের সাথে ২-২ গোলে ড্র করে লেভারকুসেন শিরোপা লড়াই থেকে ছিটকে পড়েছে। এ বছর ইতোমধ্যেই বায়ার্নের শিরোপা জয় নিশ্চিত হয়েছে। শেষ দুই ম্যাচের ফলাফল নির্ধারিত না হলেও লেভারকুসেনের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপন পরবর্তী কর্মদিবসে : আইন উপদেষ্টা
রুয়েটে নবীনবরণ অনুষ্ঠিত
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নজর দিচ্ছে নেপাল : রাষ্ট্রদূত
মাতৃত্বের প্রতি উৎসর্গিত এক অনন্য দিবস ‘মা দিবস’: তারেক রহমান
৮ লাখ টাকার জাল নোটসহ দুজন গ্রেফতার
সিলেটে কোরবানিযোগ্য পশু তিন লাখ ৯ হাজার
সাবেক এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের পাঁচ সদস্য গ্রেফতার
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
সীমান্তে বসবাসকারীদের সচেতনতা ও সতর্কতা বৃদ্ধিতে ঝিনাইদহে বিজিবির মতবিনিময়
১০