জরিমানা ও নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে হয়েছে ভারতকে

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৯:১১
এশিয়ান বিচ হ্যান্ডবল : জরিমানা ও নিষেধাজ্ঞার ভয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে হয়েছে ভারতকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : ভারত-পাকিস্তান চলমান সংঘাতে একের পর এক বিভিন্ন টুর্নামেন্ট বন্ধ হলেও ওমানের মাসকাটে অনুষ্ঠিত এশিয়ান বিচ হ্যান্ডবলে দুই দেশকে ঠিকই মুখোমুখি হতে হয়েছে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ)’র নির্দেশনা অনুসরণ করতে গিয়ে এই ম্যাচে একে অপরের মুখোমুখি হয়।

সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে ম্যাচে সরাসরি সেটে ভারতকে পরাজিত করেছে শক্তিশালী পাকিস্তান। প্রথম সেটে ৩৪-৬ ও দ্বিতীয় সেটে ৩৬-৭ ব্যবধানে পাকিস্তান জয়ী হয়।

যদিও শুরুর আগেই ম্যাচ বর্জন করার কথা জানিয়েলি ভারত। কারন দেশে ফিরে গিয়ে তাদের জনরোষের মুখে পড়তে হতে পারে। কিন্তু এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন (এএইচএফ) ও আইএইচএফ’র হুমকির মুখে তাদের বাধ্য হয়েই এই ম্যাচে খেলতে হয়েছে।

এ প্রসঙ্গে ভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী পরিচালক আনন্দেশ্বর পান্ডে বলেছেন, ‘আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের চার্টার অনুযায়ী ম্যাচ বয়কট করলে আমাদের ১০ হাজার ডলার জরিমানা করতে হতো। একইসাথে আন্তর্জাতিক আসরে ভারতকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতো। এএইচএফ আমাদের জানিয়েছে ভারত যদি এই ম্যাচে খেলতে না নামে তবে সেটা সম্পূর্ণভাবে অলিম্পিক চার্টারের গতির পরিপন্থি। এ কারনে আমাদের আর কোন উপায় ছিলনা।’

পান্ডে আরো বলেন, ‘ম্যাচ শুরুর আগে ভারতীয় হ্যান্ডবল ফেডারেশন দেশের ক্রীড়া মন্ত্রণালয় ও ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনকে চিঠি দিয়েছিল, তারা পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সে বিষয়ে পরামর্শ চেয়ে। সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা আসেনি যে পাকিস্তানের সঙ্গে খেলা যাবে না। যদি থাকত, আমরা দলই তুলে নিতাম।’
‘প্রতিযোগিতার জন্য এন্ট্রি অনেক আগেই দেওয়া হয়েছিল এবং আমাদের পুরুষ ও নারী দল ৫ মে মাসকটে পৌঁছে গেছে। তখন আমরা জানতাম না যে দুই দেশের সম্পর্ক এমন খারাপ হবে। এই প্রতিযোগিতায় আবারো পাকিস্তানের সঙ্গে খেলার সম্ভাবনা আছে, হয়তো সেমিফাইনাল বা ফাইনালে। আমরা মন্ত্রণালয় ও অলিম্পিক এসোসিয়েশনের নির্দেশনার অপেক্ষায় আছি। যদি তা না আসে, তাহলে পরবর্তী ম্যাচে আমাদের দল পাকিস্তানের বিপক্ষে নামবে না।’

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ মে। এটি ২০২৬ সালের বিশ্ব বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপের বাছাইপর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০