বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৭:৫৭


ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন  অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ হওয়া ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন।

টেইটের নিয়োগের কয়েক ঘণ্টা আগে আগের পেস বোলিং কোচ আন্দ্রে এডামসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের এডামস। তিন ফরম্যাটে দলের বোলিংয়ের উন্নতিতে কাজ করেছেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এডামসের সাথে একটা পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে বিসিবি। গত এক বছরে আমাদের পেস আক্রমণের উন্নতিতে এডামসের ভূমিকার বোর্ড তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।’

এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন টেইট।  

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে বিবেচিত টেইট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ পর্যায়ের লিগ এবং প্রতিযোগিতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ বিপিএল মৌসুমে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন এবং ২০১২-১৩ মৌসুমে একই দলের হয়ে খেলেছেন টেইট।

২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন টেইট। সব ফরম্যাটে মিলিয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডান হাতি পেসার। 

নতুন দায়িত্ব গ্রহণ  সম্পর্কে টেইট বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত হতে এটাই সঠিক সময়। আপনি বলতে পারেন  এটি একটি নতুন যুগের শুরু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তরুণ মেধাবী ও পেস বোলারদের নিয়ে অনেক কথা হচ্ছে। যা দারুণ ব্যাপার।’

টেইট আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোন ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভাবানরা ফল আনবে। এখানকার পেস বোলিং গ্রুপকে নিয়ে আমার বেশি মনোযোগ থাকবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- দলের জন্য আরও বেশি জয় এনে দেয়া।’

তিনি আরও বলেন, ‘ফিল সিমন্সের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও একইভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
১০