বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ টেইট

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৭:৫৭


ঢাকা, ১২ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন  অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সাথে চুক্তিবদ্ধ হওয়া ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন।

টেইটের নিয়োগের কয়েক ঘণ্টা আগে আগের পেস বোলিং কোচ আন্দ্রে এডামসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি।

২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছিলেন নিউজিল্যান্ডের এডামস। তিন ফরম্যাটে দলের বোলিংয়ের উন্নতিতে কাজ করেছেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এডামসের সাথে একটা পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে বিসিবি। গত এক বছরে আমাদের পেস আক্রমণের উন্নতিতে এডামসের ভূমিকার বোর্ড তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।’

এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন টেইট।  

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে বিবেচিত টেইট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ পর্যায়ের লিগ এবং প্রতিযোগিতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ বিপিএল মৌসুমে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন এবং ২০১২-১৩ মৌসুমে একই দলের হয়ে খেলেছেন টেইট।

২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন টেইট। সব ফরম্যাটে মিলিয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডান হাতি পেসার। 

নতুন দায়িত্ব গ্রহণ  সম্পর্কে টেইট বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সাথে জড়িত হতে এটাই সঠিক সময়। আপনি বলতে পারেন  এটি একটি নতুন যুগের শুরু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তরুণ মেধাবী ও পেস বোলারদের নিয়ে অনেক কথা হচ্ছে। যা দারুণ ব্যাপার।’

টেইট আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোন ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভাবানরা ফল আনবে। এখানকার পেস বোলিং গ্রুপকে নিয়ে আমার বেশি মনোযোগ থাকবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- দলের জন্য আরও বেশি জয় এনে দেয়া।’

তিনি আরও বলেন, ‘ফিল সিমন্সের সাথে কাজ করার সুযোগ পাওয়াটাও একইভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০