টেস্ট ক্রিকেটের ব্যাটার ও অধিনায়ক কোহলির যত রেকর্ড

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৮:৩৩

ঢাকা, ১২ মে ২০২৫ (বাসস) : ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। ক্যারিয়ারের ১২৩ টেস্টে ব্যাটার ও অধিনায়ক হিসেবে বহু রেকর্ডের জন্ম দিয়েছেন তিনি। ব্যাটার হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ রানের মালিক হলেও টেস্টে দেশ সেরা অধিনায়ক কিং কোহলি।

অধিনায়ক হিসেবে ভারতকে সর্বোচ্চ ৬৮ টেস্টে নেতৃত্ব দেওয়া কোহলি সর্বোচ্চ ৪০ জয়ও পেয়েছেন। ২০১০ সালের পর অন্তত ৫০ টেস্টে নেতৃত্ব দেওয়া আর কোন দলের অধিনায়ক এত বেশি টেস্ট জিততে পারেননি।

কোহলির অধিনায়কত্বে দ্বিতীয় সেরা রেকর্ড আছে ভারতীয় পেসারদের। ২৬ গড়ে ৫৯১ উইকেট শিকার করেছেন ভারতীয় পেসাররা। স্ট্রাইক রেট ৫১.৮৪। এর চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ভিভ রিচার্ডসের। আশির দশকে রিচার্ডসের পেসারদের স্ট্রাইক রেট ছিল- ৫১.৩৯।

ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৯হাজার ২৩০ রান নিয়ে তালিকার চতুর্থ স্থান আছেন কোহলি। ৩০টি সেঞ্চুরি হাকিয়েছেন তিনি। এটিও ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ শতক।

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে পাঁচবার এক বর্ষপঞ্জীতে সর্বাধিক টেস্ট রান করেন কোহলি। 

টানা দুই বর্ষপঞ্জীতে ৭৫ বা এর বেশি গড়ে ১০০০ রান করেছেন কোহলি। টেস্ট ইতিহাসে এটি রেকর্ড। 

ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন কোহলি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ২৫৪ রান করেছিলেন তিনি।

ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ২০টি সেঞ্চুরি করেন কোহলি। টেস্টে অধিনায়ক হিসেবে ভারতের কেউই এত বেশি সেঞ্চুরি করতে পারেননি। সব মিলিয়ে ২৫ সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।

টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫ হাজার ৮৬৪ রানও কোহলির। টেস্ট অধিনায়ক হিসেবে তার রান চতুর্থ সর্বোচ্চ। 

টেস্টে মোট ৭টি ডাবল-সেঞ্চুরি করেছেন কোহলি। যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। বিশ্ব ক্রিকেটে তার অভিষেকের পর আর কোন ব্যাটার এত বেশি ডাবল-সেঞ্চুরি করতে পারেনি।

ভারতের অধিনায়ক হিসেবে টেস্টে সবচেয়ে বেশি ৬৮ টেস্টে টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি টেস্টে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির বিরল রেকর্ড আছে বিরাট কোহলির।

ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টও পেয়েছেন কোহলি। ২০১৮ সালে ৯৩৭ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন তিনি।

এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছিলেন কোহলি। 

অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের অনন্য রেকর্ড আছে কোহলির দখলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপন স্পষ্ট করতে সরকারের বিবৃতি
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সাথে মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম গ্রেফতার
রাশিয়া-ইউক্রেন বৈঠকে অংশ নিতে তুরস্কে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প
রাজুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন ছাত্রদল, বাগছাস ও ছাত্র ইউনিয়ন
রাজশাহীতে পুলিশের অভিযানে ৭৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার
শেয়ারবাজারের সূচক টানা বাড়ছে
জুলাই কন্যাদের সাহসিকতা শেখায় কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয়: শারমীন এস মুরশিদ
শান্তি ও সম্প্রীতির বন্ধনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য উপদেষ্টার
ফ্যাসিস্ট শাসকের পলায়নের মাধ্যমে গণতন্ত্রের প্রাথমিক বিজয় নিশ্চিত হয়েছে : আলী রীয়াজ
১০