দারুণ জয়ে সিরিজ শুরু বাংলাদেশ ইমার্জিং দলের

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৯:৫৮
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে -ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ মে ২০২৫ (বাসস) : ৩০২ রান টার্গেট তাড়া করে দারুণ জয়ে সফরকারী  দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল। 

আজ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার বড় ইনিংস খেলতে ব্যর্থ হলেও মিডল অর্ডার ও শেষ দিকের ব্যাটারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহ পায় সফরকারীরা। 

চার নম্বরে নেমে ৪টি চার ও ৩টি ছক্কায় ৬৯ বলে ৭১ রান করেন কনর এস্তারুইজেন এবং আট নম্বরে নামা আন্ডিল সিমেলেন ৭টি চার ও ৩টি ছক্কায় ৩৯ বলে ৬১ রান করেন। 

বাংলাদেশ ইমার্জিং দলের পেসার রিপন মন্ডল ৮৪ রানে ৩টি এবং স্পিনার আহরার আমিন ৫১ রানে ২ উইকেট নেন। 

জবাবে ৫২ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও জিশান আলম। ৭টি চারে ৩১ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জিশান। 

তিন নম্বরে নেমে ১৭ রানে থামেন প্রিতম কুমার। তৃতীয় উইকেটে ৮১ রানের জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধরে রাখেন মাহফিজুল ও আরিফুল ইসলাম। হাফ-সেঞ্চুরি তুলে ৮৭ রানে আউট হন মাহফিজুল। ৮৯ বল খেলে ৮টি চার ও ২টি ছক্কা মারেন এই ডান-হাতি ব্যাটার। 

মাহফিজুলের পর আহরার ৮ ও মাহফুজুর রহমান রাব্বি ৫ রানে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।এমন অবস্থায় ২৩০ রানে ষষ্ঠ উইকেটের পতন হয় স্বাগতিকদের।

তবে সপ্তম উইকেটে অধিনায়ক আকবর আলিকে নিয়ে ৩৩ রান যোগ করেন তোফায়েল আহমেদ। ৪টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৪১ রানে আউট হন আকবর। 

আকবর ফেরার সময় জয়ের জন্য শেষ ২০ বলে ৩৯ রান দরকার ছিল বাংলাদেশের। অষ্টম উইকেটে ১৮ বলে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে বাংলাদেশকে দারুণ জয় এনে দেন তোফায়েল ও রাকিবুল হাসান। ৩টি ছক্কায় ১০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন রাকিবুল। ১টি করে চার-ছক্কায় ২০ বলে ২৪ রানে অপরাজিত থাকেন তোফায়েল। ম্যাচ সেরা হন মাহফিজুল।

একই ভেন্যুতে আগামী ১৪ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০