১৭ মে পুনরায় শুরু আইপিএল ও পিএসএল

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:৩০ আপডেট: : ১৩ মে ২০২৫, ১৭:৩৯

ঢাকা, ১৩ মে ২০২৫ (বাসস) : ভারত ও পাকিস্তানের মধ্য সংঘাতের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে। 

এ বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

এক সপ্তাহের জন্য গত ৯ মে স্থগিত হয় আইপিএলের বাকি অংশ। পুনরায় শুরু হওয়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো ব্যাঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদের ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই ৬ ভেন্যুতে লিগ পর্বের ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

প্লে-অফের চার ম্যাচের ভেন্যু চূড়ান্ত না হলেও সূচি নিশ্চিত করেছে বিসিসিআই। প্রথম কোয়ালিফায়ার ২৯ মে, এলিমিনেটর ৩০ মে, দ্বিতীয় কোয়ালিফায়ার পহেলা জুন এবং ফাইনাল ৩ জুন অনুষ্ঠিত হবে। 

গত ৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংস চলাকালীন স্টেডিয়ামের ফ্লাডলাইটের আলো বিকল হয়ে যায়। এরপর ম্যাচটি পরিত্যক্ত হয়। নতুন সূচি অনুযায়ী ঐ ম্যাচটি ২৪ মে জয়পুরে নতুনভাবে অনুষ্ঠিত হবে। 

১৭ মে পুনরায় শুরু হওয়া আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। 

বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনার পর পুনরায় আইপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’

আইপিএল শেষ হবে ৩ জুন। 

ভারতের সাথে সংঘাতে কারণে গত ৮ মে পিএসএলের বাকী অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে পরবর্তীতে আইপিএলের মত পিএসএলও স্থগিত করে দেওয়া হয়। 

পুনরায় আগামী ১৭ মে থেকে শুরু হতে যাওয়া পিএসএলের সূচি বা ভেন্যু জানায়নি পিসিবি। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ পিএসএল পুনরায় শুরু এবং ফাইনালের তারিখ নিশ্চিত করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। 

তিনি লিখেছেন, ‘পিএসএলের দশম আসর যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে। ছয় দল, শূন্য ভয়, ৮টি রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হবে। ১৭ মে থেকে শুরু হবে আসর। গ্র্যান্ড ফাইনাল হবে ২৫ মে। সব দলের জন্য শুভকামনা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০