ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৭:৩৪
আর্জেন্টাইন সমর্থক -সংগৃহীত প্রতীকী ছবি

ঢাকা, ১৩ মে ২০২৫ (বাসস) : আসন্ন ক্লাব বিশ্বকাপে প্রায় ১৫ হাজার বিক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থক মাঠে প্রবেশ করতে পারবে না। সোমবার বুয়েন্স আয়ার্সে যুক্তরাষ্ট্রে দূতাবাসের হাতে নিষিদ্ধ এই সমর্থকদের তালিকা তুলে নিয়েছেন আর্জেন্টাইন নিরাপত্তা মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। 

বর্ধিত কলেবরের টুর্নামেন্ট আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনার দুটি ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নিবে। 

গণমাধ্যমে বুলরিচ বলেছেন, ‘স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় ১৫ হাজারেরও বেশী সমর্থক রয়েছে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়িত কোনো সহিংস ব্যক্তি এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে পারবে না।’

নিউ ইয়র্ক টাইমস এবং রয়টার্সে খবরে বলা হয়েছে, এই তালিকাটি তৈরি করা হয়েছে ‘ট্রিবিউনা সেগুরা’ (নিরাপদ গ্যালারি) নামক একটি প্রোগ্রামের মাধ্যমে। এটি আর্জেন্টিনার বিভিন্ন স্টেডিয়ামে নিষিদ্ধ ব্যক্তিদের শনাক্ত করতে সহায়তা করে।

বুলরিচ বলেন, ‘উগ্র সমর্থকদের জন্য ‘ট্রিবিউনা সেগুরা’ এখন পর্যন্ত ১,৩২৮টি ম্যাচে ৪ মিলিয়নেরও বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে। আমরা ১,১৬৬ জন গ্রেপ্তারি পরোয়ানা থাকা ব্যক্তিকে শনাক্ত করেছি। এছাড়া স্টেডিয়ামে প্রবেশ সীমিত করার জন্য ৪০টির বেশি প্রশাসনিক আদেশ জারি করেছি।’ 

বুলরিচ আরও জানান, তার মন্ত্রণালয়ের কাছে মার্কিন ভিসাকেন্দ্রের তথ্য নেই। যুক্তরাষ্ট্রের অভিবাসন বিভাগ নিজেই এই তালিকার সঙ্গে অভিবাসন তথ্য যাচাই করবে। তিনি আরো বলেন, ‘তারা অভিবাসন বিষয়ে খুবই কঠোর, তারাই যাচাই-বাছাইয়ের কাজ করবে।’

ধারণা করা হচ্ছে, এই তালিকা ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রেও কাজে লাগানো হবে।

ক্লাব বিশ্বকাপে গ্রুপ-সি’তে বোকা জুনিয়র্সের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি ও বেনফিকা। অন্যদিকে গ্রুপ-ই’তে রিভার প্লেটের প্রতিপক্ষ উরাওয়া রেড ডায়মন্ডস, মন্টিয়ারি ও ইন্টার মিলান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব
জুলাই বিপ্লবে মাগুরায় শহীদ ও আহতদের মাঝে সঞ্চয়পত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা মামলায় ১৩ বছর পর বিএনপি-জামায়াতের ৬৪ নেতা-কর্মী খালাস
১০