পাকিস্তানের সাদা বলের কোচ হলেন হেসন

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:১৫
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের নতুন কোচ হলেন নিউজিল্যান্ডের মাইক হেসন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের নতুন কোচ হলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। গত দুই বছরের মধ্যে সাদা বলের ফরম্যাটে নবম কোচ নিয়োগ দিল পাকিস্তান।

পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের স্থলাভিষিক্ত হয়েছেন হেসন। গত নভেম্বরে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আকিব।

২০১২ থেকে ২০১৮ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ ছিলেন হেসন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে এবং ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজের মধ্যে আটটি জিতেছে নিউজিল্যান্ড।

কেনিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন হেসন। ২০২৪ সাল থেকে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং প্যানেলে আছেন তিনি। 

ঘরের মাঠে এই মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের সাথে পথচলা শুরু হবে হেসনের।

হেসনের যোগ দেওয়ার বিষয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি লিখেছেন, ‘মাইকের আছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপক অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক দল গঠনের দক্ষতা। পাকিস্তান সাদা বলের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে আমরা তার দক্ষতা এবং নেতৃত্বের অপেক্ষায় আছি।’

ফেব্রুয়ারি-মার্চ মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ হারে তারা। এরপর আকিবকে দলের কোচিং প্যানেলে না রাখার সিদ্ধান্ত নেয় পিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০