পাকিস্তানের সাদা বলের কোচ হলেন হেসন

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:১৫
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের নতুন কোচ হলেন নিউজিল্যান্ডের মাইক হেসন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে ২০২৫ (বাসস) : ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তান দলের নতুন কোচ হলেন নিউজিল্যান্ডের মাইক হেসন। গত দুই বছরের মধ্যে সাদা বলের ফরম্যাটে নবম কোচ নিয়োগ দিল পাকিস্তান।

পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের স্থলাভিষিক্ত হয়েছেন হেসন। গত নভেম্বরে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আকিব।

২০১২ থেকে ২০১৮ পর্যন্ত নিউজিল্যান্ডের কোচ ছিলেন হেসন। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে এবং ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজের মধ্যে আটটি জিতেছে নিউজিল্যান্ড।

কেনিয়ার জাতীয় দলেরও কোচ ছিলেন হেসন। ২০২৪ সাল থেকে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং প্যানেলে আছেন তিনি। 

ঘরের মাঠে এই মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের সাথে পথচলা শুরু হবে হেসনের।

হেসনের যোগ দেওয়ার বিষয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি লিখেছেন, ‘মাইকের আছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যাপক অভিজ্ঞতা ও প্রতিযোগিতামূলক দল গঠনের দক্ষতা। পাকিস্তান সাদা বলের ক্রিকেটের ভবিষ্যৎ গঠনে আমরা তার দক্ষতা এবং নেতৃত্বের অপেক্ষায় আছি।’

ফেব্রুয়ারি-মার্চ মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ হারে তারা। এরপর আকিবকে দলের কোচিং প্যানেলে না রাখার সিদ্ধান্ত নেয় পিসিবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ন্যাটোর নতুন ব্যয় লক্ষ্যমাত্রা শুধু ‘মিসাইল আর ট্যাংক’ হবে না : যুক্তরাষ্ট্র
গ্রিসে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে
চীনে ইরানি তেল বিক্রির ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি : প্রতিবাদে মানববন্ধন
সরকার পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ তৈরির উদ্যোগ নিয়েছে : সৈয়দা রিজওয়ানা হাসান
শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হতে হবে মানবিক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে বাধা
বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে : আমীর খসরু 
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা ও সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ 
স্ত্রীসহ সাবেক আইনমন্ত্রীর এপিএস রাশেদুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০