এনগিডিকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকা দল

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১৯:২০
লুঙ্গি এনগিডিকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে ২০২৫ (বাসস) : পেসার লুঙ্গি এনগিডিকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ)। কুঁচকির ইনজুরির কারণে ৯ মাস মাঠের বাইরে ছিলেন এনগিডি। 

পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার ম্যাথু ব্রিটস্কি ও পেসার কিউনা মাফাকা। দলে সুযোগ পাননি ইনজুরি থেকে সুস্থ হওয়া জেরাল্ড কুয়েৎসিয়া-নান্দ্রে বার্গার ও এনরিচ নর্টি। 

ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাওয়া নিয়ে পেসার কাগিসো রাবাদার শঙ্কা ছিল। গত ৩ মে এক মাসের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ায় দলে রাখা হয়েছে রাবাদাকে। 

শ্রীলংকা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ বোলিং নৈপুন্যের জন্য টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন ড্যান প্যাটারসন। 

এনগিডি-রাবাদা ও প্যাটারসনের সাথে ফাইনালের দলে ছয় পেসার রেখেছে দক্ষিণ আফ্রিকা। অন্য তিন পেসার হলেন- উইয়ান মুল্ডার, কর্বিন বশ ও মার্কো জানসেন। 

স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ কেশাভ মহারাজ ও সেনুরান মুথুসামি। 

ব্যাটিং লাইন বিভাগকে নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা। এছাড়াও আরও আছেন আইডেন মার্করাম, টনি ডি জর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেনি, ডেভিড বেডিংহাম।

প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্ব শেষে ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল প্রোটিয়ারা। 

আগামী ১১ জুন লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, আইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কাইল ভেরিনি, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি ও ডেন প্যাটারসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
১০