মিরাজের লক্ষ্য শীর্ষ স্থান

বাসস
প্রকাশ: ১৩ মে ২০২৫, ২০:০৩
সদ্য আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন মেহেদি হাসান মিরাজ -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ মে ২০২৫ (বাসস) : সদ্য আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন মেহেদি হাসান মিরাজ। পারফরমেন্সে ধারাবাহিকতা অব্যাহত রেখে শীর্ষে উঠতে চান তিনি। 

ব্যাট-বল হাতে দারুণ ছন্দে আছেন মিরাজ। বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজে সেঞ্চুরিসহ ১১৬ রান এবং ১৫ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার। চট্টগ্রামে শেষ ম্যাচে ১০৪ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে ৩২ রানে ৫ উইকেট নেন মিরাজ। 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরমেন্সেই র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে তুলেছে মিরাজকে। ৩২৭ রেটিং আছে তার। ৪০০ রেটিং নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতের রবীন্দ্র জাদেজা। 

জাদেজার সাথে রেটিং ব্যবধান বেশি হলেও, শীর্ষে উঠার স্বপ্ন দেখছেন মিরাজ। আজ মিরপুরের একাডেমি মাঠের সামনে টেস্টে ২শ উইকেট এবং ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করায় মিরাজকে সম্মাননা দেয় বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স এসোসিয়েশন (বিসিএসএ)। 

সম্মাননা শেষে সাংবাদিকদের মিরাজ বলেন, ‘অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়া। দিন শেষে নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। তবে ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোট ভাবে এগোতে চেষ্টা করছি।’

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২শ উইকেট পূর্ণ করেন মিরাজ। ২৪৬ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন সাকিব আল হাসান। ২২৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম। মিরাজের উইকেটসংখ্যা এখন ২০৫। ভবিষ্যতে এই সংস্করণে সর্বোচ্চ উইকেট নেওয়ার লক্ষ্য আছে তার। মিরাজ বলেন, ‘এ রকম মাইলফলক হলে তো অবশ্যই ভালো লাগবে। বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে, যেকোন সংস্করণ ভালো লাগার বিষয়। আসলে শর্টকাটের কিছু নেই। লম্বা পথ যেতে হবে। সেটাই চেষ্টা করছি।’

সদ্যই বাংলাদেশের পেস বোলিং কোচ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। জাতীয় দলের সাথে টেইটকে যুক্ত করা ইতিবাচক বলে মনে করেন মিরাজ, ‘আমার মনে হয় এ ধরণের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও তাকে ব্যক্তিগতভাবে জানি। অস্ট্রেলিয়ার হয়ে সে নিজেও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। সে জানে এখানে কি করতে হবে। আমার মনে হয় তাকে বেছে নেওয়া আমাদের দলের জন্য পজিটিভ দিক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
১০