আইসিসি’র মাসসেরা খেলোয়াড় হলেন মিরাজ

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:৩৮

ঢাকা, ১৪ মে ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত অল রাউন্ড পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিরাজ। 

আইসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাস সেরার নাম ঘোষনা করা হয়েছে। এই তালিকায় মিরাজ পিছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। 

এই প্রথম আইসিসি’র মাসসেরার পুরস্কার জয় করলেন মিরাজ। অতীতে এই তালিকায় আরো দুই বাংলাদেশী ছিলেন। এর আগে এই পুরস্কার জেতার কৃতিত্ব দেখিয়েছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। 

মাস সেরা হবার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মরাজ বলেন, ‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারটি জেতা একটি অসাধারণ সম্মান। আইসিসি এ্যাওয়ার্ড যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি, আর এটি যখন বৈশ্বিক ভোটের মাধ্যমে আসে, তখন তা আমার জন্য অনেক বেশি মূল্যবান। এই মুহূর্তটি আমাকে অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে। ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমি টুর্নামেন্ট সেরার পুরস্কার অর্জণ করেছিলাম। সেটা আমার ক্যারিয়ারে একটি বিশাল অনুপ্রেরণা ছিল। আর এবারের পুরস্কারটা স্পেশাল।

আমি সত্যিই আনন্দিত। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সাফল্যে অবদান রাখার জন্য এই পুরস্কারটি অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। একজন ক্রিকেটার হিসেবে আমাদের স্বপ্ন থাকে দলের জয়ে অবদান রাখা ও সমর্থকদের খুশী করা। আইসিসির কাছ থেকে এই ধরনের স্বীকৃতি আমাকে আরো কঠোর পরিশ্রমে উৎসাহিত করবে ও দেশের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের অনুপ্রেরণা যোগাবে। আমি আমার সতীর্থ, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। এই পুরস্কার তাদের সকলেরই প্রাপ্য।’

২৭ বছর বয়সী এই অলরাউন্ডার জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ৩৮.৬৬ গড়ে ১১৬ রান ছাড়াও ১১.৮৬ গড়ে ১৬ উইকেট দখল করেছেন। 

সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট দখল করেছেন। এর মধ্যে প্রথম ইনিংসে ৫২ রানে ও দ্বিতীয় ইনিংসে ৫০ রানে নিয়েছেন ৫টি করে উইকেট। যদিও ম্যাচটিতে ৩ উইকেটে জয়ী হয়ে জিম্বাবুয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। 

দ্বিতীয় টেস্টে মিরাজ ব্যাটিং ও বোলিংয়ে সমানভাবে ছন্দ ফিরে পান। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে অল আউট হবার পর মিরাজ ১৬২ বলে ১০৪ রান সংগ্রহ করেন। তার রানে ভর করে বাংলাদেশের ইনিংস সমৃদ্ধ হয়। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে মিরাজ আবারো পাঁচ উইকেট দখল করেন। মাত্র ৩২ রানে তিনি নিয়েছেন ৫ উইকেট। তার বোলিংয়ে ভর করে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে সিরিজে সমতা আনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০