আইপিএল’এ দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:০০

ঢাকা, ১৪ মে ২০২৫ (বাসস) : ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে মেগা নিলামে অবিক্রিত ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্য খুলেছে। আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হওয়া আইপিএল’র বাকি ম্যাচগুলোতে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। 

৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটারও এখন টাইগার এই পেসার। ৬ লাখ মার্কিন ডলারে আইপিএলে নাম লিখিয়ে এর আগে এই তালিকায় বাংলাদেশী খেলোয়াড় হিসেবে শীর্ষে ছিলেন মাশরাফি বিন মুর্তাজা। 

দিল্লি ক্যাপিটালস তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেসার-ম্যানগার্কের স্থলাভিষিক্ত হবেন ফিজ। 

মেগা নিলামে ৯ কোটি রুপি দিয়ে ফ্রেসার-ম্যাকগার্ককে কিনে নিয়েছিল দিল্লি। কিন্তু এই অজি ওপেনার আইপিএল’র বাকি ম্যাচগুলো খেলতে অপারগতা জানিয়েছেন।  

এর আগে ২০২২ ও ২০২৩ সালের আইপিএল’এ দিল্লির হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। দুই মৌসুমে তিনি ৯ উইকেট দখল করেন। এর আগে ও পরে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মিলিয়ে আইপিএলে মোট ৫৭ ম্যাচ খেলে ৬১ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০