নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ২০:০৬
নরসিংদীতে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান -ছবি : বাসস

নরসিংদী, ১৪ মে ২০২৫ (বাসস) : নরসিংদীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস নরসিংদীর আয়োজনে বুধবার সকালে সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

ক্রীড়া প্রতিযোগিতায় নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়-এর মোট ৪০ জন শিশু অংশ নেয়। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ছয়টি ইভেন্টে অংশ গ্রহণ  করে। ইভেন্ট গুলো হলো- বড় ছেলেদের ১০০ মিটার দৌড়, ছেলে ছোটদের ৭৫ মিটার দৌড়, বল নিক্ষেপ, ফুল কুড়ানো, সতীনের ছেলে (অটিস্টিক শিশুদের জন্য), বোতলে বল নিক্ষেপ এবং বিশেষ আকর্ষণ ছিল অভিভাবকদের ‘ক্ষমতার লড়াই চেয়ার দখল’ খেলাটি।

এই আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা যেমন উৎসাহের সঙ্গে অংশ নেয়, তেমনি তাদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ শিক্ষকবৃন্দ এবং অভিভাবক প্রতিনিধিরা।

জেলা প্রশাসক বলেন, এসব শিশুরাও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের সক্ষমতা তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক। নিয়মিতভাবে এ ধরনের আয়োজন করলে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
জিম্মিমুক্তি আলোচনার মাঝেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৮০
ন্যায় বিচার প্রাপ্তিতে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
ট্রাম্পের শুল্কনীতি মূল্যস্ফীতিতে বিরূপ প্রভাব ফেলবে: ফেড কর্মকর্তার সতর্কতা
ঢাবি ছাত্র সাম্য-আবু বকর খুনের ঘটনায় বিচারিক তদন্ত ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
জুলাই গণঅভ্যুত্থান: জাতিসংঘের রিপোর্টকে ঐতিহাসিক দলিল ঘোষণায় হাইকোর্টের রুল
ই-জিপি’র ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: পরিকল্পনা উপদেষ্টা
গাজা সিটির একটি এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর
মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের চিন্তা ইইউ, জাপান, ভারতের
জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ২য় সভা অনুষ্ঠিত
১০