টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৭:০৫

ঢাকা, ১৫ মে ২০২৫ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে (২০২৩-২৫) রেকর্ড পরিমাণ প্রাইজমানি আজ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই চক্রে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ হারে ৩১.২৫ শতাংশ পয়েন্ট পায় টাইগাররা। তাই ৭ লাখ ২০ হাজার ডলার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। যা বালাদেশি মুদ্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার মত। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে নবম ও শেষ দল হিসেবে ১ লাখ ডলার করে পেয়েছিল বাংলাদেশ। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য প্রথম দুই আসরের চেয়ে প্রাইজামানি দ্বিগুনের বেশি বাড়ানো হয়েছে। গত দুই আসরের চ্যাম্পিয়নের চেয়ে বেশি প্রাইজমানি পাবে রানার্স-আপ দল। 

লর্ডসে ১১ জুন চলতি আসরের ফাইনাল মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ঐ ফাইনালের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৩৬ লাখ ডলার। আগের দুই আসরে ১৬ লাখ ডলার করে ছিল।

রানার্স আপ দল পাবে ২১ লাখ ৬০ হাজার ডলার। গত দুই আসরে রানার্স-আপ দল পেয়েছিল ৮ লাখ ডলার করে।

প্রথম দুই আসরের ফাইনালে খেললেও, শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিতে পারেনি ভারত। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পেয়েছে টিম ইন্ডিয়া। এজন্য ১৪ লাখ ৪০ হাজার ডলার পাবে টিম ইন্ডিয়া। 

প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তৃতীয় চক্রে চতুর্থ স্থানে ছিল। তারা পাবে ১২ লাখ ডলার। 

পঞ্চম ও ষষ্ঠ হয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলংকা। ইংলিশরা ৯ লাখ ৬০ হাজার এবং লংকানরা পাবে ৮ লাখ ৪০ হাজার ডলার। সপ্তম স্থানে আছে বাংলাদেশ। 

অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ৬ লাখ ডলার এবং নবম ও শেষ দল হিসেবে পাকিস্তান পাবে ৪ লাখ ৮০ হাজার ডলার।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের প্রাইজমানি ঘোষণার পর আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আমরা একটি রোমাঞ্চকর চক্র দেখেছি, যেখানে ফাইনালের দল নির্ধারিত হয়েছে একেবারে শেষদিকে। এই প্রতিযোগিতা বিভিন্ন দলের অসাধারণ পারফরমেন্স তুলে ধরেছে। ফাইনালে দুই দারুণ দু’টি দল আছে। এটাই ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০