টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার ডলার

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১৭:০৫

ঢাকা, ১৫ মে ২০২৫ (বাসস) : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে (২০২৩-২৫) রেকর্ড পরিমাণ প্রাইজমানি আজ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই চক্রে সপ্তম স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। ১২ ম্যাচে ৪ জয় ও ৮ হারে ৩১.২৫ শতাংশ পয়েন্ট পায় টাইগাররা। তাই ৭ লাখ ২০ হাজার ডলার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। যা বালাদেশি মুদ্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকার মত। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে নবম ও শেষ দল হিসেবে ১ লাখ ডলার করে পেয়েছিল বাংলাদেশ। 

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের জন্য প্রথম দুই আসরের চেয়ে প্রাইজামানি দ্বিগুনের বেশি বাড়ানো হয়েছে। গত দুই আসরের চ্যাম্পিয়নের চেয়ে বেশি প্রাইজমানি পাবে রানার্স-আপ দল। 

লর্ডসে ১১ জুন চলতি আসরের ফাইনাল মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ঐ ফাইনালের চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে ৩৬ লাখ ডলার। আগের দুই আসরে ১৬ লাখ ডলার করে ছিল।

রানার্স আপ দল পাবে ২১ লাখ ৬০ হাজার ডলার। গত দুই আসরে রানার্স-আপ দল পেয়েছিল ৮ লাখ ডলার করে।

প্রথম দুই আসরের ফাইনালে খেললেও, শিরোপা লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিতে পারেনি ভারত। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পেয়েছে টিম ইন্ডিয়া। এজন্য ১৪ লাখ ৪০ হাজার ডলার পাবে টিম ইন্ডিয়া। 

প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড তৃতীয় চক্রে চতুর্থ স্থানে ছিল। তারা পাবে ১২ লাখ ডলার। 

পঞ্চম ও ষষ্ঠ হয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও শ্রীলংকা। ইংলিশরা ৯ লাখ ৬০ হাজার এবং লংকানরা পাবে ৮ লাখ ৪০ হাজার ডলার। সপ্তম স্থানে আছে বাংলাদেশ। 

অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ পাবে ৬ লাখ ডলার এবং নবম ও শেষ দল হিসেবে পাকিস্তান পাবে ৪ লাখ ৮০ হাজার ডলার।

টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের প্রাইজমানি ঘোষণার পর আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘আমরা একটি রোমাঞ্চকর চক্র দেখেছি, যেখানে ফাইনালের দল নির্ধারিত হয়েছে একেবারে শেষদিকে। এই প্রতিযোগিতা বিভিন্ন দলের অসাধারণ পারফরমেন্স তুলে ধরেছে। ফাইনালে দুই দারুণ দু’টি দল আছে। এটাই ক্রিকেটের সবচেয়ে বড় উৎসব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
১০