ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মেন্টরের দায়িত্ব ছাড়লেন দেশটির সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দুই বছরের বেশি সময় চুক্তি বাকি থাকতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।
দুই সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ পদত্যাগপত্র দেন মালিক। পদত্যাগপত্রের কারণ হিসেবে ব্যস্ততার কথা জানিয়েছেন।
মাসে ৫ মিলিয়ন রুপি পারিশ্রমিকে তিন বছরের চুক্তিতে গত বছরের আগস্টে ঘরোয়া টুর্নামেন্টের জন্য পাঁচজন ‘মেন্টর’ নিয়োগ দিয়েছিল পিসিবি। মালিকের সাথে সেই তালিকায় ছিলেন ওয়াকার ইউনিস, সাকলায়েন মুশতাক, মিসবাহ-উল-হক ও সরফারাজ আহমেদ। ২০২৭ সাল পর্যন্ত তাদের সাথে চুক্তি করেছিল পিসিবি।
এরপর থেকে ঐ চুক্তি নিয়ে সমালোচনার ঝড় উঠে পাকিস্তান ক্রিকেটে। কারণ পিসিবির কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরির তিন ক্রিকেটার বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিওজায়ান ছাড়া বাকী ক্যাটাগরির ক্রিকেটারের চেয়ে বেশি বেতন পান মালিক।
দায়িত্ব ছাড়ার পর সংবাদমাধ্যমকে ৪৩ বছর বয়সী মালিক বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্ত অন্য সব জায়গায় আমার যে ব্যস্ততা রয়েছে তাতে আমার মনে হয়েছে এতগুলো কাজ এক সাথে চালিয়ে গেলে পাকিস্তানের ক্রিকেট এবং আমার অন্য সব দায়িত্ব ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ কাজগুলোতে নিজের সেরাটা দিতে পারব না।’
তিনি আরও বলেন, ‘সবার প্রতি সমান দায়িত্ব অব্যাহত রাখতে এমন পালাবদল আমার কাছে উপযুক্ত বলে মনে হয়েছে। পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটারের সাথে কাজ করতে পারা ছিল আমার জন্য অসাধারণ অভিজ্ঞতা। যা আমি সবসময় বহন করবো।’
১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মালিকের। দেশের হয়ে ৩৫ টেস্টে ১৮৯৮ রান, ২৮৭ ওয়ানডেতে ৭৫৩৪ রান ও ১২৪ টি-টোয়েন্টিতে ২৪৩৫ রান করেছেন ৪৩ বছর বয়সী মালিক। ২০২১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মালিক।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন মালিক। চলতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন তিনি।