বাংলাদেশ সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:০৮

ঢাকা, ১৫ মে ২০২৫ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের সংযুক্ত আরব আমিরাতের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ মুহাম্মদ ওয়াসিম। 

গত বছরের অক্টোবরে ওয়ানডেতে অধিনায়কের পদ ছাড়েন ওয়াসিম। তবে টি-টোয়েন্টি দলের দায়িত্বে ছিলেন তিনি। 

গেল বছর ডিসেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন ওয়াসিম। তার নেতৃত্বে দুবাইয়ে অনুষ্ঠিত গালফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে আবর আমিরাত। ঐ আসরের পর আর কোন টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি আরব আমিরাত। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে নামছে আরব আমিরাত। 

শারজাহতে আগামী ১৭ ও ১৯ মে সিরিজের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে আরব আমিরাত। সবগুলোতেই হেরেছে তারা। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি এশিয়া কাপে প্রথম দেখা হয় দু’দলের। ঐ ম্যাচটি ৫১ রানে হেরেছে আরব আমিরাত। 

২০২২ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে আরব আমিরাত। দুই ম্যাচই হারে তারা। 

টি-টোয়েন্টিতে আরব আমিরাতের সর্বোচ্চ রান সংগ্রহকারী ওয়াসিম। ২০২১ সালে অভিষেকের পর ৬৯ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ২০টি হাফ-সেঞ্চুরিতে ২৫১৫ রান করেছেন তিনি। ৪৮ ম্যাচে ১০৫২ রান নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ভ্রিতিয়া অরবিন্দ।

সংযুক্ত আরব আমিরাত দল : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি'সুজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, মুহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাগির খান, সঞ্চিত শর্মা, সিমরনজিৎ সিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
১০