সোহানের সেঞ্চুরিতে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল

বাসস
প্রকাশ: ১৫ মে ২০২৫, ২০:১২ আপডেট: : ১৫ মে ২০২৫, ২০:২৪

ঢাকা, ১৫ মে ২০২৫ (বাসস) : অধিনায়ক নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৪৯ রান করেছে বাংলাদেশ। ১০৭ রান করেন সোহান। 

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান করেছিল নিউজিল্যান্ড। 

দ্বিতীয় দিন বাকী ২ উইকেটে ৩০ রান যোগ করে ২৫৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। সফরকারী দলের শেষ দুই উইকেট শিকার করেন বাংলাদেশ পেসার খালেদ আহমেদ। ২১.২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট নেন খালেদ। নিউজিল্যান্ডের মিচেল হে ৮১ ও ডিন ফক্সক্রফট ৪৭ ও ক্রিস্টিয়ান ক্লার্ক ২৮ রান করেন। 

বাংলাদেশের অন্য পেসার এনামুল হক ৩২ রানে ৩ উইকেট নেন। 

নিজেদের ইনিংসে শুরুতেই ৮১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। উপরের সারির চার ব্যাটার এনামুল হক ২৪, জাকির হাসান ১২, মাহমুদুল হাসান জয় ১৮ ও অমিত হাসান ২৫ রান করেন।

পঞ্চম উইকেটে ১৩২ রান যোগ করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও সোহান। ২৫ রানে অঙ্কন থামলেও মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন সোহান। দলীয় ২১৫ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন সোহান। ১১টি চার ও ৫টি ছক্কায় ৮৮ বলে ১০৭ রান করেন তিনি। 

শেষ বিকেলে হাসান মুরাদ ১৩ ও এবাদত হোসেন ১ রানে অপরাজিত আছেন। 

নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন নিয়েছেন ৪ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০