ঢাকা, ১৬ মে ২০২৫ (বাসস) : দুই ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। গতরাতে লিগ পর্বে নিজেদের ৩৬তম ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে।
এই জয়ে ৩৬ ম্যাচ শেষে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান ধরে রেখে লা-লিগার ২৮তম শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সাথে রিয়ালের পয়েন্টের ব্যবধান ৭। লিগের বাকী দুই ম্যাচ জিতলেও বার্সাকে স্পর্শ করতে পারবে না রিয়াল।
এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের সমীকরণটা সহজ ছিল বার্সেলোনার সামনে। এস্পানিওলকে হারালেই শিরোপা নিশ্চিত হবে।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনাকে চেপে ধরে এস্পানিওল। চতুর্থ মিনিটে গোল হজম করতে বসেছিল বার্সেলোনা। গোলের সুযোগ হাতছাড়া করেন এস্পানিওলের উর্কো গন্সালেস।
১৬ মিনিটে এস্পানিওলের হাবি পুয়াদোর শট ঝাঁপিয়ে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন বার্সেলোনার গোলরক্ষক ভয়চেখ সেজেসনি।
প্রথমার্ধে সুযোগ পেলেও, সেগুলো কাজে লাগাতে পারেনি বার্সেলোনার ইয়ামাল-তোরেসরা। ফলে গোলশূন্যই থাকে ম্যাচের প্রথম অংশ।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে অষ্টম মিনিটেই গোল আদায় করে নেয় বার্সেলোনা। ৫৩ মিনিটে ডান দিকের বক্সের বাইরে দানি ওলমোরের পাস থেকে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের ‘ট্রেডমার্ক’ বাঁকানো শটে গোল করেন ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ইয়ামালের ১৭তম গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বার্সা।
দ্বিতীয় গোলের জন্য আক্রমণের ধারা অব্যাহত রাখে বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিল না তারা।
এরমধ্যে ৮০ মিনিটে দশজনের দলে পরিণত হয় এস্পানিওল বল দখলে নেওয়ার চেষ্টায় ইয়ামালকে ফাউল করলে লাল কার্ড দেখেন এস্পানিওলের ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় ইনজুরি টাইমে। সেখানে পঞ্চম মিনিটে ইয়ামালের পাস ধরে বার্সেলোনাকে দ্বিতীয় গোলের স্বাদ দেন বদলি খেলোয়াড় ফিরমিন লোপেজ। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।
প্রথমবারের মত এই মৌসুমে বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েই তৃতীয় শিরোপার স্বাদ পেলেন হান্সি ফ্লিক।
এর আগে কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় ফ্লিকের শিষ্যদের।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত ফ্লিক বলেন, ‘আমরা সবসময়ই ইতিবাচক থাকতে চেয়েছি। মানসিকভাবে শক্ত থাকা খুব গুরুত্বপূর্ণ। বছর জুড়েই আমরা তা করতে চেয়েছিলাম। গত জানুয়ারিতে সুপার কাপ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। এজন্য আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ অর্জন।’
তিনি আরও বলেন, ‘বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা অসাধারণ ফুটবল খেলেছি। আমরা একটি ম্যাচও হারিনি, এটা আসলেই দুর্দান্ত ব্যাপার। গোটা দল, পুরো ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। যা কিছু অর্জন করেছি, আমরা খুব খুশি।’