কেলির সেঞ্চুরিতে পিছিয়ে বাংলাদেশ ‘এ’ দল

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১৯:৫৬

ঢাকা, ১৬ মে ২০২৫ (বাসস) : নিউজিল্যান্ডের নিক কেলির অনবদ্য সেঞ্চুরিতে চারদিনের ম্যাচের তৃতীয় দিন শেষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। ৫ উইকেট হাতে নিয়ে ২০৪ রানে এগিয়ে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দল। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৫৬ রানের জবাবে তৃতীয় দিন ২৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ২১৬ রান করেছে নিউজিল্যান্ড। কেলি ১১৭ রানে অপরাজিত আছেন। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ২৪৯ রান করেছিল বাংলাদেশ। ২ উইকেট হাতে নিয়ে ৭ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। 

তৃতীয় দিন বাকী ২ উইকেটে ২২ রান যোগ করে ২৬৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এবাদত হোসেন ১২ ও এনামুল হক ৫ রানে আউট হন। ১৫ রানে অপরাজিত থাকেন হাসান মুরাদ। নিউজিল্যান্ডের জশ ক্লার্কসন ৪৪ রানে ৪ উইকেট নেন।

১২ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতে উইকেট হারালেও অধিনায়ক জো কার্টার ও কেলির দারুণ জুটিতে ১২৫ রানে পৌঁছে যায় নিউজিল্যান্ড। কার্টার ৫৮ রানে থামেন। 

মিডল অর্ডারে দ্রুত ৩ উইকেট পড়লেও এক প্রান্ত আগলে সেঞ্চুরি তুলে নেন কেলি। ১৩টি চার ও ৩টি ছক্কায় ১৯৬ বলে ১১৭ রানে অপরাজিত আছেন কেলি। ১১ রানে অপরাজিত আছেন মিচেল হে। 

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ ৩ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০