নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০:১৯

ঢাকা, ১৬ মে ২০২৫ (বাসস) : সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন বাংলাদেশ। আজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন সুজন ডাঙ্গোল।

ম্যাচের প্রথমার্ধে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ ও নেপাল। ১৭ মিনিটে নেপাল গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ঠিক একইভাবে  ২২ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর ম্যাচের বাকী সময়ে আক্রমণ পালটা  আক্রমণ করলে গোলশুন্য শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বল রাখতে মরিয়া ছিল দুই দল।  ৫৬ মিনিটে গোলের ভাল সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মোরশেদের কর্নার থেকে উড়ে আসা বলে হেড নেন মিঠু চৌধুরী। কিন্তু নেপালের পোস্টের নীচ থেকে বল বিপদমুক্ত করেন দলের ডিফেন্ডার। 

অবশেষে ৭৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। নাজমুলের কর্নার থেকে হেডে গোল করেন আশিকুর। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

এরপর ৮১ মিনিটে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ মানিকের বুদ্ধিদীপ্ত পাস থেকে দারুণ শটে গোল আদায় করে নেন নাজমুল। 

২-০ গোলের লিড নিয়ে ম্যাচ শেষ করার পথে ছিল বাংলাদেশ। কিন্তু ৮৭ মিনিটে বাংলাদেশের রক্ষণদূর্গে ফাটল ধরিয়ে নেপালকে প্রথম গোল এনে দেন ডাঙ্গোল। এই গোলে ব্যবধান কমলে ম্যাচে উত্তেজনা বাড়ে। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। 

দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ী ভারত বা মালদ্বীপের বিপক্ষে ফাইনাল খেলবে বাংলাদেশ। আগামী ১৮ মে একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে। 

এর আগে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সাথে ২-২ গোলে ড্র  এবং দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০