রাকিবুলের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২০:৩৭

ঢাকা, ১৬ মে ২০২৫ (বাসস) : রাকিবুল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল। 

আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৩৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে। প্রথম ম্যাচ বাংলাদেশ ৩ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচ দক্ষিণ আফ্রিকা ১০ রানে জিতেছিল। শেষ ম্যাচ জিতে  ২-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এসময় সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক আকবর আলি। 

এরপর নবম উইকেটে ৮৪ রানের জুটি গড়ে বাংলাদেশের রান ২শ পার করেন মাহফুজুর রহমান রাব্বি ও রাকিবুল।

দলীয় ২০২ রানে নবম ব্যাটার হিসেবে আউট হওয়া রাকিবুল দশ নম্বরে ব্যাট হাতে নেমে ৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে ৪২ রান করেন। 

৪৬তম ওভারের পঞ্চম বলে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন মাহফুজুর। ২২৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৭ বলে ৫৮ রান করেন সাত নম্বরে নামা মাহফুজুর। দক্ষিণ আফ্রিকার সেপো এনডোয়ান্ডওয়া ৩ উইকেট নেন।  

জবাবে বাংলাদেশের তিন স্পিনার রাকিবুল, মাহফুজুর ও ওয়াসি সিদ্দিকির ঘূর্ণিতে পড়ে ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। লোয়ার অর্ডার ব্যাটাররা দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ৩৮ দশমিক ২ ওভারে ১৯১ রানে অলআউট হয় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন তিয়ান ভ্যান ভুরেন।

বাংলাদেশের রাকিবুল ২৬ রানে ৪টি, মাহফুজুর ও ওয়াসি ২টি করে উইকেট নেন। ১ উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন। ম্যাচ সেরা হন রাকিবুল। 

আগামী ২০ মে থেকে চট্টগ্রামে চারদিনের দুই ম্যাচের সিরিজ শুরু করবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০