অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২১:০১

ঢাকা, ১৬ মে ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫)- ২০২৫’এর জাতীয় পর্যায়ের খেলা আজ মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। 

ক্রীড়া পরিদপ্তরের পরিচাক মো. মোস্তফা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের  সহকারী পরিচালক মো. আজিম হোসেন।

বালক (অনূর্ধ্ব-১৫) জাতীয় পর্যায়ের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও বরিশাল বিভাগ। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হয়  সিলেট ও খুলনা বিভাগ। 

আগামীকাল ময়মনসিংহ-রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ-চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হবে। 

১৮ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুই  সেমিফাইনাল।  ২০ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ফাইনাল । 

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব  মো. মাহবুব-উল-আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০