অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাসস
প্রকাশ: ১৬ মে ২০২৫, ২১:০১

ঢাকা, ১৬ মে ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫)- ২০২৫’এর জাতীয় পর্যায়ের খেলা আজ মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। 

ক্রীড়া পরিদপ্তরের পরিচাক মো. মোস্তফা জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের  সহকারী পরিচালক মো. আজিম হোসেন।

বালক (অনূর্ধ্ব-১৫) জাতীয় পর্যায়ের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও বরিশাল বিভাগ। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হয়  সিলেট ও খুলনা বিভাগ। 

আগামীকাল ময়মনসিংহ-রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ-চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হবে। 

১৮ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুই  সেমিফাইনাল।  ২০ মে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ফাইনাল । 

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব  মো. মাহবুব-উল-আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
১০