ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক চেজ

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৭:২০
রোস্টন চেজ -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : টেস্ট ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন রোস্টন চেজ। ২০২৩ সালের মার্চে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এরপর ১৩টি টেস্ট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। 

গত মার্চে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন ক্রেইগ ব্র্যাথওয়েট। তার স্থলাভিষিক্ত হলেন অলরাউন্ডার চেজ। সহ-অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্পিনার জোমেল ওয়ারিকানকে।  

গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। 

সিডব্লিউআই জানায়, বোর্ড পরিচালকদের সর্বসম্মতিক্রমে ছয় জনের সংক্ষিপ্ত তালিকা থেকে চেজ ও ওয়ারিকানকে বেছে নেওয়া হয়। ঐ তালিকায় আরও ছিলেন জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, টেভিন ইমলাখ ও জাস্টিন গ্রেভস।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালোর বলেন, ‘আমাদের নেওয়া সবচেয়ে ব্যাপক ও অগ্রগামী চিন্তার সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল এই নির্বাচনী প্রক্রিয়া। যে পেশাদারিত্ব, বস্তনিষ্ঠতা ও কৌশলগত ভাবনার পথ ধরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে আমি মুগ্ধ। ওয়েস্ট ইনিডজ ক্রিকেটের নেতৃত্ব নির্ধারণে এটি নতুন মানদন্ড তৈরি করে দিয়েছে।’

এর আগে জাতীয় দলকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন চেজ। 

আগামী মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন ৩৩ বছর বয়সী চেজ। সিরিজের প্রথম টেস্টটি হবে চেজের ক্যারিয়ারের ৫০তম ম্যাচ। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। 

এখন পর্যন্ত ৪৯ টেস্টে ৫টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান এবং ৮৫ উইকেট শিকার করেছেন চেজ। এছাড়াও দেশের হয়ে ৫৪টি ওয়ানডে ও ৩২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টির মত টেস্টের অধিনায়ক হবার জন্য শাই হোপকে অনুরোধ করেছিলো সিডব্লিউআই। কিন্তু তাতে রাজি হননি হোপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
১০