আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:০৪
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু -ছবি : বাসস

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ থেকে শুরু হয়েছে। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি মো: মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক মো: আমিরুল হোসেন আপন।

চূড়ান্ত পর্বে ১২টি জেলা প্রতিদ্বন্দ্বীতা করছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দলগুলো হলো : 

ক-গ্রুপ : রাজশাহী, বগুড়া ও ফরিদপুর

খ-গ্রুপ :  পাবনা চট্টগ্রাম ও খাগড়াছড়ি

গ-গ্রুপ : রাজবাড়ী, যশোর ও নড়াইল

ঘ-গ্রুপ : সাতক্ষীরা, টাঙ্গাইল ও জামালপুর  

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। 

আগামীকাল দু'টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ক- গ্রুপের চ্যাম্পিয়ন দল লড়বে গ-গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। অন্য সেমিফাইনালে খ-গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ঘ-গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। ১৯ মে সোমবার অনুষ্ঠিত হবে আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। 

প্রথম দিনের খেলায় বগুড়া ২৫-১৬, ২৫-২৩, ২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে, চট্টগ্রাম ২৫-১৬, ২৫-১৪, ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে খাগড়াছড়িকে, যশোর ২৫-২১,২৫-১৬, ২৫-১৩ পয়েন্টে ৩-০ সেটে নড়াইলকে, টাঙ্গাইল ২৫-০৬, ২৫-১০, ২৫-১৬ পয়েন্টে ৩-০ সেটে জামালপুরকে এবং রাজশাহী ২৫-০৩, ২৫-০৭, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে পরাজিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাদারীপুরে ১৫ আগস্ট ৩ যুবলীগ কর্মী হত্যার মিথ্যা ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
১০