আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:০৪
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু -ছবি : বাসস

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ থেকে শুরু হয়েছে। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি মো: মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক মো: আমিরুল হোসেন আপন।

চূড়ান্ত পর্বে ১২টি জেলা প্রতিদ্বন্দ্বীতা করছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দলগুলো হলো : 

ক-গ্রুপ : রাজশাহী, বগুড়া ও ফরিদপুর

খ-গ্রুপ :  পাবনা চট্টগ্রাম ও খাগড়াছড়ি

গ-গ্রুপ : রাজবাড়ী, যশোর ও নড়াইল

ঘ-গ্রুপ : সাতক্ষীরা, টাঙ্গাইল ও জামালপুর  

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। 

আগামীকাল দু'টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ক- গ্রুপের চ্যাম্পিয়ন দল লড়বে গ-গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। অন্য সেমিফাইনালে খ-গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ঘ-গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। ১৯ মে সোমবার অনুষ্ঠিত হবে আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। 

প্রথম দিনের খেলায় বগুড়া ২৫-১৬, ২৫-২৩, ২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে, চট্টগ্রাম ২৫-১৬, ২৫-১৪, ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে খাগড়াছড়িকে, যশোর ২৫-২১,২৫-১৬, ২৫-১৩ পয়েন্টে ৩-০ সেটে নড়াইলকে, টাঙ্গাইল ২৫-০৬, ২৫-১০, ২৫-১৬ পয়েন্টে ৩-০ সেটে জামালপুরকে এবং রাজশাহী ২৫-০৩, ২৫-০৭, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে পরাজিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০