আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু

বাসস
প্রকাশ: ১৭ মে ২০২৫, ১৯:০৪
শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু -ছবি : বাসস

ঢাকা, ১৭ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আজ থেকে শুরু হয়েছে। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি মো: মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক মো: আমিরুল হোসেন আপন।

চূড়ান্ত পর্বে ১২টি জেলা প্রতিদ্বন্দ্বীতা করছে। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দলগুলো হলো : 

ক-গ্রুপ : রাজশাহী, বগুড়া ও ফরিদপুর

খ-গ্রুপ :  পাবনা চট্টগ্রাম ও খাগড়াছড়ি

গ-গ্রুপ : রাজবাড়ী, যশোর ও নড়াইল

ঘ-গ্রুপ : সাতক্ষীরা, টাঙ্গাইল ও জামালপুর  

প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে সেমিফাইনালে। 

আগামীকাল দু'টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ক- গ্রুপের চ্যাম্পিয়ন দল লড়বে গ-গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। অন্য সেমিফাইনালে খ-গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ঘ-গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। ১৯ মে সোমবার অনুষ্ঠিত হবে আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। 

প্রথম দিনের খেলায় বগুড়া ২৫-১৬, ২৫-২৩, ২৫-১৫ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে, চট্টগ্রাম ২৫-১৬, ২৫-১৪, ২৫-১৪ পয়েন্টে ৩-০ সেটে খাগড়াছড়িকে, যশোর ২৫-২১,২৫-১৬, ২৫-১৩ পয়েন্টে ৩-০ সেটে নড়াইলকে, টাঙ্গাইল ২৫-০৬, ২৫-১০, ২৫-১৬ পয়েন্টে ৩-০ সেটে জামালপুরকে এবং রাজশাহী ২৫-০৩, ২৫-০৭, ২৫-১৯ পয়েন্টে ৩-০ সেটে ফরিদপুরকে পরাজিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০