এই সেঞ্চুরি আমার কাছে স্পেশাল : পারভেজ

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:৩৭
৫৪ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ মে ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৪ বলে ১০০ রানের অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারায় সেঞ্চুরির ইনিংসকে বিশেষ বলে অভিহিত করেছেন পারভেজ।

তামিম ইকবালের পর টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির নজির গড়েন পারভেজ। ৫৩ বলে সেঞ্চুরির পরই আউট হন তিনি। শেষ পর্যন্ত ৫টি চার ও ৯টি ছক্কায় ৫৪ বলে ১০০ রান করেন পারভেজ। 

পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে পারভেজ বলেন, ‘এটি অবশ্যই আমার জন্য বিশেষ কিছু। আন্তর্জাতিক ক্রিকেট এটাই আমার প্রথম সেঞ্চুরি।’ 

ইমন জানান, উইকেট ভালোভাবে বুঝতে পারায় এবং পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারায় এই ইনিংসটি আরও বিশেষ হয়ে উঠেছে। 

তিনি বলেন, ‘উইকেট মূল্যায়ন করে আমার প্রক্রিয়ার সাথে থাকার চেষ্টা করেছি। আমার পরিকল্পনা কাজে লেগেছে এবং পরবর্তীতে এগিয়ে গিয়েছি। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে পারভেজের শতকে ৭ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এরপর আরব আমিরাতকে ১৬৪ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জিতে নেয় টাইগাররা। 

সেঞ্চুরির ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন পারভেজ। টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দখলে নেন তিনি। গত বছর শ্রীলংকার বিপক্ষে ৭ ছক্কা মেরে এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন রিশাদ হোসেন।

বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় ৭৪ রান করেন পারভেজ। এতে ওমানের বিপক্ষে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সহায়তায় তামিমের করা ৭০ রানের কৃতিত্বকে ছাড়িয়ে গেছেন পারভেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
১০