দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৮:১৫
প্রতীকী ছবি

ঢাকা, ১৮ মে ২০২৫ (বাসস) : ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ওয়ানডের পর সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ২-১ ব্যবধানে হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল। 

আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের কাছে ৮ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩৬ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। 

কক্সবাজার একাডেমি মাঠে সিরিজ নির্ধারনী ম্যাচ টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলে উইকেট হারায় বাংলাদেশ। খালি হাতে সাজঘরে ফিরেন ওপেনার সাথী রানী বর্মন। তিন নম্বরে নেমে ৭ রানের বেশি করতে পারেননি সুমাইয়া আকতার। 

২৫ রানে ২ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন আরেক ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও অধিনায়ক শারমিন সুলতানা। বড় ইনিংস খেলার আভাস দিয়ে ঝিলিক ২৭ ও শারমিন ৩৬ রানে আউট হন। ঝিলিকের ৩৯ বলের ইনিংসে ৪টি ও শারমিনের ৩৬ বলের ইনিংসে ৩টি বাউন্ডারি ছিল। 

দুই সেট ব্যাটারের বিদায়ের পর শেষ দিকে আফিয়া আসিমার ১৩ বলে ১৮ এবং স্বর্ণা আকতারের ১১ বলে ১টি করে চার-ছক্কায় ১৯ রানের কল্যাণে ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার আলেকজান্দ্রা ক্লেয়ার ক্যান্ডলার ২২ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ১১৭ রানের টার্গেটে ৬২ রানের সূচনা করে দক্ষিণ আফ্রিকা। ফায়ে টুনিক্লিফকে ৩৫ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার নিশিতা আকতার নিশি। 

দলীয় ৮৮ রানে দক্ষিণ আফ্রিকা আরেক ওপেনার ক্লেয়ারকে ৩০ রানে বোল্ড করেন পেসার ফুয়ারা বেগম। 

এরপর তৃতীয় উইকেটে ৩৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয় নিশ্চিত করেন সিমোনে লরেন্স ও জেনা ইভান্স। লরেন্স ৪০ ও ইভান্স ৯ রানে অপরাজিত থাকেন। 

বল হাতে বাংলাদেশের ফুয়ারা ও নিশি ১টি করে উইকেট শিকার করেন।

টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০