আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী ও সাতক্ষীরা

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯:৫৬ আপডেট: : ১৮ মে ২০২৫, ২০:১২
আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী ও সাতক্ষীরা -ছবি : বাসস

ঢাকা, ১৮ মে ২০২৫ (বাসস) : আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে রাজশাহী জেলা ও সাতক্ষীরা জেলা। আজ প্রথম সেমিফাইনালে রাজশাহী ৩-০ সেটে হারিয়েছে যশোরকে। অন্য সেমিফাইনালে সাতক্ষীরা একই ব্যবধানে হারিয়েছে চট্টগ্রামকে। 

আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে রাজশাহী ও সাতক্ষীরা। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।

আজ বিকেলে দু'টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ক-গ্রুপে রাজশাহী, খ-গ্রুপে চট্টগ্রাম, গ-গ্রুপে যশোর ও ঘ-গ্রুপে সাতক্ষীরা চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। শেষ চারের লড়াইয়ে রাজশাহী সহজেই হারিয়েছে যশোরকে। ২৫-০৯, ২৫-১৩ ও ২৫-১৭ পয়েন্টে ম্যাচ জিতে নেয় রাজশাহী। অপর সেমিফাইনালে চট্টগ্রাম দ্বিতীয় সেটে কিছুটা ধাক্কা দিয়েছিল সাতক্ষীরাকে। বাকি দুই সেটে সহজেই জয় পায় সাতক্ষীরা। ২৫-১৪, ২৫-২২ ও  ২৫-১৫ পয়েন্টে চট্টগ্রামকে হারিয়ে সাতক্ষীরা ফাইনালে জায়গা করে নেয়। 

১২টি জেলা দল নিয়ে গতকাল শুরু হয়েছে আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মেয়েদের ভলিবলের উন্নয়নে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে ভলিবল ফেডারেশন। সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু জানিয়েছেন, ‘আমরা মেয়েদের নিয়ে কাজ শুরু করেছি যা অবহেলিত ছিল এতদিন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য চেষ্টা করে যাচ্ছি। জোনাল পর্যায়ে এই খেলাটা হয়েছে। আমরা এখানে চূড়ান্ত পর্ব শুরু করলাম। আমাদের উদ্দেশ্য হলো বাংলাদেশের আনাচে কানাচে যেসব মেয়েরা খেলাধূলা করে তাদের খুঁজে বের করা। এখনই যে তারা জাতীয় দলে সুযোগ পাবে সেটা আমি বলছি না। প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করে তাদের আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো। আমাদের আশা থাকবে তারা যেন দুই বা তিন বছর পর সেই পর্যায়ে পৌছাতে পারে। সেই ক্ষেত্রটা আমাদের তৈরী করতে হবে। সিলেকশনের জন্য একটি প্লেয়ার বাছাই কমিটি আছে। তারা প্রতিনিয়ত খেলা দেখছে। যারা প্রতিভাবান তাদের বাছাই করছে।’

মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন জানিয়েছেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের মেয়েদের ভলিবল পিছিয়ে ছিল। যখন থেকে আমাদের অ্যাডহক কমিটি গঠন হয়েছে তখন থেকে আমারা চেষ্টা করছি কিভাবে মেয়েদের স্কুল পর্যায় থেকে নিয়ে এসে নতুনদের এবং পুরনো যারা আছে তাদের নিয়ে সবাই মিলে বাংলাদেশের ভলিবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে যারা খেলছে বেশির ভাগই স্কুল থেকে এসেছে। আর নতুন অনেক মেয়ে এসেছে। তাদের মধ্য থেকে আমরা বাছাইপর্বটা সম্পন্ন করছি। 

এরপর আমাদের জাতীয় চ্যাম্পিয়নশীপ শুরু হবে আগামী মাসে। সেখানে আবার আরেকটা বাছাইপর্ব হবে। 

সব মিলে ৩০ জনের মূল জাতীয় দল নিয়ে তিন মাসের অনুশীলন হবে। এরপর সেপ্টেম্বরে আমাদের দলটা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে মালদ্বীপ যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
১০