দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৮:২৭
মুস্তাফিজুর রহমান -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের শেষ দিকে খেলার সুযোগ পেয়ে নিজের প্রথম ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। 

গতরাতে আইপিএলের ৬০তম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ১০ উইকেটে হেরেছে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। বল হাতে ৩ ওভার ২৪ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ফিজ। 

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার লোকেশ রাহুলের দারুণ সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় দিল্লি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন রাহুল। ১৪টি চার ও ৪টি ছক্কায় ৬৫ বলে অপরাজিত ১১২ রান করেন তিনি। 

এছাড়া অভিষেক পোরেল ১৯ বলে ৩০, অধিনায়ক অক্ষর প্যাটেল ১৬ বলে ২৫ ও ট্রিস্টান স্টাবস ১০ বলে অপরাজিত ২১ রান করেন। 

জবাবে দুই ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিলের ব্যাটিং তান্ডবে ১৯ ওভারে বিনা উইকেটে ২০৫ রান তুলে জয়ের স্বাদ পায় গুজরাট। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন সুদর্শন। ১২টি চার ও ৪টি ছক্কায় ৬১ বলে অনবদ্য ১০৮ রান করেন সুদর্শন। ৩ চার ও ৭ ছক্কায় ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন গিল। 

গুজরাটের ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয় বোলার হিসেবে প্রথম আক্রমণে আসেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে ৬ রান দেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে ১টি চারে ৭ রান খরচ করেন মুস্তাফিজ। 

এরপর ইনিংসের ১৬তম ওভারে তৃতীয়বার বোলিংয়ে এসে ২টি বাউন্ডারিতে ১১ রান দেন মুস্তাফিজ। দিল্লির অন্যান্য বোলারদের মধ্যে ইকোনমি রেট সবচেয়ে কম ছিল ফিজেরই। 

দিল্লিকে হারিয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট। তাদের সাথে প্লে-অফে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ১২ ম্যাচে দু’দলেরই পয়েন্ট ১৭ করে। 

চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেওয়ার দৌড়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দাবি আদায়ে অনড় বেরোবি শিক্ষার্থীরা: ১০ কার্যদিবস সময় চাইলেন উপাচার্য
ইসরাইলি নিয়ন্ত্রণের কারণে মিশর সীমান্তে গাজামুখী ত্রাণবাহী ট্রাক আটকে গেছে: ত্রাণকর্মী
আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত : ফ্যাক্টওয়াচ
আইনজীবী জেড আই খান পান্নার গ্রেফতারের তথ্যটি মিথ্যা : বাংলাফ্যাক্ট
উত্তরায় বিএনপি’র ৩১ দফা কর্মসূচি নিয়ে সমাবেশ অনুষ্ঠিত
পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জন অপরিহার্য : আন্তর্জাতিক ও স্থানীয় উদ্যোগে গুরুত্ব আরোপ
তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ বাস্তবায়নে ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
চাঁদপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু 
১০