ক্লাব বিশ্বকাপে সিটির হয়ে ডি ব্রুইনার খেলার সম্ভাবনা কম

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৮:৩৩ আপডেট: : ১৯ মে ২০২৫, ১৮:৩৮
কেভিন ডি ব্রুইনা -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ইনজুরি এড়িয়ে নতুন ক্লাবে নিজেকে ফিরে পাবার লক্ষ্যে ম্যানচেস্টার সিটির হয়ে আসন্ন ক্লাব বিশ্বকাপে না খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন কেভিন ডি ব্রুইনা। 

এ মৌসুমের পরেই সিটির সথে ডি ব্রুইনার চলমান চুক্তির মেয়াদ শেষ যাচ্ছে। ইতোমধ্যেই বেলজিয়ান এই তারকা সিটির সাথে ১০ বছরের সম্পর্কের অবসানের ঘোষনা দিয়েছেন। কিন্তু পেপ গার্দিওলার দলের হয়ে ক্লাব বিশ্বকাপে অংশ নেবার নিমিত্তে সংক্ষিপ্ত সময়ের জন্য চুক্তি নবায়নের একটি সম্ভাবনা দেখা দিয়েছিল। 

ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া ক্লাবগুলোর জন্য ফিফা এবারই প্রথমবারের মত গ্রীষ্মকালীন ট্রান্সফারে দুটি উইন্ডো খোলার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অতিরিক্ত খেলোয়াড় রেজিষ্ট্রেশনের সুযোগ রয়েছে। এ কারনেই ডি ব্রুইনার সামনে সিটিতে থেকে ক্লাব বিশ্বকাপে অংশ নেবার সুযোগ রয়েছে। 

আগামী ১৮ জুন ফিলাডেলফিয়ায় মরোক্কান ক্লাব ওয়াইদাদ এসির বিপক্ষে সিটি ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে। যদিও ভবিষ্যত পরিকল্পনার কথা চিন্তা করে ৩৩ বছর বয়সী ডি ব্রুইনা জুনের টুর্নামেন্টে অংশ নিতে চাইছেন না। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘কার্যত এর কোন অর্থ নেই। চুক্তির মধ্যবর্তী সময় হলে এ ধরনের নতুন টুর্নামেন্টের কথা বিবেচনা করা যায়। আমাকে নিজের দিকে নজড় দিতে হবে। কারন আমি যদি ক্লাব বিশ্বকাপে ইনজুরিতে পড়ি তবে কোথায় যাব। কেউ আমাকে ঐ সময় যত্ন নিবে না।  সে কারনেই সিটির হয়ে আমার না খেলার সম্ভাবনাই বেশী। কিন্তু এখনো কোন কিছুই চূড়ান্ত নয়। দেখা যাক কি হয়।’

২০১৫ সালে সিটির হয়ে চুক্তিবদ্ধ হবার পর এ পর্যন্ত ডি ব্রুইনা ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপাসহ একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ঘরে তুলেছেন। 

এখনই নিজের ভবিষ্যত নিয়ে তাড়াহুড়ো করে কিছু বলতে চাননা বেলজিয়ান এই মিডফিল্ডার। তবে ইতোমধ্যেই বেশ কিছু ক্লাবের সাথে আলোচনার বিষয়টি তিনি স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০