ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির জায়গায় সাময়িকভাবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতির জন্য আগামী ২৬ মে আইপিএল ছাড়বেন এনগিডি। লর্ডসে ১১ জুন ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
২০২২ সালে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের নেট বোলার ছিলেন মুজারাবানি। এবার প্রথমবারের মত আইপিএলে দল পেলেন তিনি। ৭৫ লাখ রুপিতে ব্যাঙ্গালুরুতে খেলবেন মুজারাবানি।
২২ মে থেকে নটিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে চারদিনের টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ইংলিশদের বিপক্ষে ঘোষিত জিম্বাবুয়ে টেস্ট দলে আছেন মুজারাবানি। টেস্ট শেষে আইপিএলে যোগ দেবেন তিনি।
এক বিবৃতিতে ব্যাঙ্গালুরু জানিয়েছে, ‘এনগিডির অস্থায়ী বদলি হিসেবে দলে নেয়া হয়েছে মুজারাবানিকে। ২৬ তারিখে দল ছাড়ার আগে হোম ম্যাচে শেষবারের মতো মাঠে নামবেন এনগিডি।’
আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে ১২টি টেস্ট, ৫৫টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি খেলেছেন মুজারাবানি। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মুজারাবানি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), আইএল টি-টোয়েন্টি লিগে খেলেছেন তিনি।
অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে ছাড়াই খেলছে ব্যাঙ্গালুরু। কাঁধের চোটের কারণে মাঠের বাইরে আছেন তিনি। দলের বাকি বিদেশি খেলোয়াড়রাও বিরতির পর দেশে ফিরেছেন। তবে ইতোমধ্যে আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে ব্যাঙ্গালুরু। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।