পিএসএলে খেলার অনাপত্তিপত্র (এনওসি) পেলেন মিরাজ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:১২
মেহেদি হাসান মিরাজ - ফাইল ছবি

ঢাকা, ১৯ মে ২০২৫ (বাসস) : চলমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য জাতীয় দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে আজ অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২২-২৫ মে পর্যন্ত লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন মিরাজ।

বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান শাহরিয়ার নাফীস বলেন, ‘লাহোর কালান্দার্সের হয়ে ২২-২৫ মে পর্যন্ত পিএসএলে অংশগ্রহণের জন্য মিরাজকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি।’

সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে সুযোগ পাননি মিরাজ। এই সুযোগে পিএসএলে খেলতে যাচ্ছেন তিনি।

গতরাতে পেশোয়ার জালমির বিপক্ষে ২৬ রানের জয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। দলে আছেন স্বদেশী সাকিব আল হাসানও। গতকালই লাহোর কালান্দার্সের হয়ে এবারের আসরে প্রথম খেলতে নামেন সাকিব। ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার পর বোলিংয়ে দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।

চলতি পিএসএলে বাংলাদেশ থেকে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেসার নাহিদ রানা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পিএসএল ছেড়ে জাতীয় দলে যোগ দেন তারা।

আগামী বৃহস্পতিবার প্লে-অফে এলিমিনেটর ম্যাচ খেলবে লাহোর কালান্দার্স।  এখনও তাদের প্রতিপক্ষ নিশ্চিত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০