ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে (ইউএই) একটি টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের পরিবর্তে এখন তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে।
আগামী ২১ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজ এমিরেটস ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে।
ওপেনার পারভেজ হোসেন ইমনের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানে জয় পায় বাংলাদেশ।
১-০ ব্যবধানে এগিয়ে আজ রাত ৯টায় (বাংলাদেশ সময়) দ্বিতীয় টি-টোয়েন্টিতে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।