ঢাকা, ১৯ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় কাল থেকে শুরু হচ্ছে ‘৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫’।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বিকেল ৪টায় বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতায় সার্ভিসেস ও জেলা ক্রীড়া সংংস্থার মোট ২৩টি দল দুই পর্বে অংশগ্রহণ করছে। প্রথম পর্বে ১১টি দল ২টি গ্রুপে এবং দ্বিতীয় পর্বে ১২টি দল ২টি গ্রুপে অংশগ্রহণ করবে। দুই পর্বের ৪টি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ান দলগুলো সেমি-ফাইনালে উন্নীত হবে ।
অংশগ্রহণকারী দলগুলো হলো :
১ম পর্ব : (২০-২৩ মে)
গ্রুপ-ক : বাংলাদেশ আনসার ও ভিডিপি, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থা, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা।
গ্রুপ-খ : বর্ডার গার্ড বাংলাদেশ, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা
২য় পর্ব (২৫-২৮ মে)
গ্রুপ-গ : বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থা, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা
গ্রুপ-ঘ : বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা