নাটকীয় ম্যাচে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল আরব আমিরাত

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:১৬ আপডেট: : ২০ মে ২০২৫, ১৩:৫৩

ঢাকা, ২০ মে ২০২৫ (বাসস) : ২০৬ রানের বিশাল টার্গেট স্পর্শ করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাল আরব আমিরাত। প্রথম ম্যাচে ২৭ রানে হেরেছিল স্বাগতিকরা। 

টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করে আরব আমিরাত। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশকে ৯ ওভারে ৯০ রানের সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। ১৪ ইনিংস পর টি-টোয়েন্টিতে উদ্ধোধনী জুটিতে ফিফটি পেল বাংলাদেশ।

এসময় মাত্র ২৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তানজিদ। 

দশম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন তানজিদ। ৮টি চার ও ৩টি ছক্কায় ৩৩ বলে ৫৯ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার।

চতুর্থ ওভারের শেষ বলে ব্যক্তিগত ১০ রানে জীবন পেয়ে ৪০ রানে আউট হন অধিনায়ক লিটন। অধিনায়ক হিসেবে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। ৩২ বল খেলে ৩ চার ও ১ ছক্কা মারেন তিনি। 

দলীয় ১২৫ রানে লিটন ফেরার পর নাজমুল হোসেন শান্তর সাথে ২৫ বলে ৩৮ এবং জাকের আলিকে নিয়ে ১৩ বলে ৩৪ রানের জুটিতে বাংলাদেশের বড় সংগ্রহের পথ তৈরি করেন তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান করে বাংলাদেশ। ২৪ ম্যাচ পর টি-টোয়েন্টিতে ২শ রানের দেখা পেল বাংলাদেশ। গত বছরের মার্চে সিলেটে শ্রীলংকার ৮ উইকেটে ২০৩ রান করেছিল টাইগাররা। টি-টোয়েন্টিতে এই নিয়ে সপ্তমবার ২শ এবং আরব আমিরাতের বিপক্ষে এটি সর্বোচ্চ দলীয় বাংলাদেশের।

৩টি চার ও ২টি ছক্কায় হৃদয় ২৪ বলে ৪৫, ২টি চার ও ১টি ছক্কায় শান্ত ১৯ বলে ২৭ এবং ১টি চার ও ২টি ছক্কায় জাকের ৬ বলে ১৮ রানে আউট হন। শেষ দিকে শামীম হোসেন ৬ ও রিশাদ হোসেন ২ রানে অপরাজিত থাকেন। 

সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ জাওয়াদুল্লাহ ৩ এবং সগির খান ২ উইকেট নেন।

জবাবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৬১ বলে ১০৭ রানের সূচনা পায় সংযুক্ত আরব আমিরাত। ৩৮ রান করে ফিরেন আরেক ওপেনার মুহাম্মদ জোহাইব। 

২৫ বলে হাফ-সেঞ্চুরি তুলে আরব আমিরাতের জয়ের আশা বাঁচিয়ে রাখেন ওয়াসিম। কিন্তু ১৫তম ওভারে দলীয় ১৪৮ রানে বাংলাদেশ পেসার শরিফুল ইসলামের বলে ওয়াসিম আউট হলে লড়াই থেকে ছিটকে পড়ে আরব আমিরাত। 

পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় হারের শঙ্কায় পড়ে আরব আমিরাত। কিন্তু টেল এন্ডারদের দৃঢ়তায় শেষ ওভারে জয়ের জন্য ১২ রানের সমীকরণ পায় আরব আমিরাত। 

বাংলাদেশ পেসার তানজিম হাসানের করা শেষ ওভারের প্রথম ৫ বল থেকে ১২ রান তুলে অবস্মরনীয় জয়ের স্বাদ পায় আরব আমিরাত।  

৯টি চার ও ৫টি ছক্কায় ৪২ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন ওয়াসিম। এছাড়া শেষ দিকে ধ্রুব পারাসার ১১ ও হায়দার আলি অপরাজিত ১৫ রান করেন। 

শরিফুল, নাহিদ রানা ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। 

আগামী ২১ মে শারজাহ স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিটজকে পাবার লড়াই থেকে ফিরে এসেছে সিটি
চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার শুনানি লাইভ সম্প্রচার প্রশ্নে হাইকোর্টের রুল
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ জনকে আটক করেছে ভারত 
চিলির প্রধান লিথিয়াম প্রকল্পে বড় বিনিয়োগ করছে রিও টিন্টো
মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত ৭
গণঅভ্যুত্থানে আহত রাকিবুলের খোঁজ নিলেন তারেক রহমান
ইসরাইলকে ‘ত্যাগ’ করার হুমকি ট্রাম্পের : ওয়াশিংটন পোস্ট
বিশ্বে প্রথম মানবদেহে সফলভাবে মূত্রথলি প্রতিস্থাপন যুক্তরাষ্ট্রে
১০