ঢাকা, ২০ মে ২০২৫ (বাসস) : বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটজকে নিয়ে আর আগ্রহী নয় ম্যানচেস্টার সিটি। একটি সূত্র ইএসপিএনকে এই তথ্য নিশ্চিত করেছে।
চলতি মৌসুমে শেষে ইত্তিহাদ স্টেডিয়াম ছাড়ছেন তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। বেলজিয়ান এই তারকার সম্ভব্য বদলী হিসেবে জার্মান মিডফিল্ডার রিটজের প্রতি আগ্রহ দেখিয়েছিল সিটি।
কিন্তু রিটজের ক্লাব লেভারকুসেন ও তার প্রতিনিধির সাথে গত সপ্তাহে ম্যানচেস্টারে আলোচনার পর সিটি আর সেই লক্ষ্যপূরণে আগ্রহী নয়।
একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে এই চুক্তির পিছনে যে পরিমান অর্থ জড়িত তা খুব একটা কার্যকর হবে না বলেই ক্লাবের উর্ধ্বতন কর্মকর্তাদের বিশ্বাস। সিটির এই অনাগ্রহের কারনে আগামী গ্রীষ্মে রিটজের বায়ার্ন মিউনিখে যাবার সম্ভাবনাই বেশী।
এদিকে নটিংহ্যাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইটকে দলে ভিড়িয়ে মধ্যমাঠ শক্তিশালী করার আরো একটি উপায় সিটির হাতে আছে।
রিটজকে পেতে লিভারপুলও আগ্রহ দেখিয়েছে। সোমবার লিভারপুলে মেডিকেল সম্পন্ন করেছেন রিটজের লেভারকুসেনর সতীর্থ জেরেমি ফ্রিমপং। ব্যক্তিগত ভাবেও রিটজের পছন্দ এ্যানফিল্ড।
জার্মান জাতীয় দলের এই মিডফিল্ডার ইতোমধ্যেই ইউরোপের অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবে নিজেকে প্রমান করেছেন। গত মৌসুমে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হবার পিছনে লেভারকুসেনকে সর্বাত্মক সহযোগিতা করেছেন রিটজ।
এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৪১ ম্যাচে রিটজ ১৬টি গোল করা ছাড়াও ১৫টি এ্যাসিস্ট করেছেন।