ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এই প্রথমবারের মত আয়ারল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক কোন সিরিজ (তিন ফরম্যাট মিলিয়ে) খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য দু’দলেরই। ডাবলিনে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
ওয়ানডে ইতিহাসে এর আগে চারবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। সবগুলোই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। এরমধ্যে দু’টি এক ম্যাচের ও দু’টি তিন ম্যাচের সিরিজ ছিল। প্রথম তিন সিরিজই জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে ২০২২ সালে সর্বশেষ তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয় পায় আয়ারল্যান্ড।
প্রথমবারের মত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতে স্মরণীয় করে রাখতে চান আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। তিনি বলেন, ‘প্রথমবারের মত ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামব আমরা। নিজেদের কন্ডিশনের কারণে সিরিজে আমরাই এগিয়ে থাকব। আমাদের মূল্য লক্ষ্য সিরিজ জয়।’
তবে ওয়ানডে সিরিজ শুরুর আগে দুশ্চিন্তা আয়ারল্যান্ড শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পেসার ক্রেইগ ইয়ং এবং ব্যাটিং অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ইয়ংয়ের বদলি হিসেবে জর্ডান নিলকে এবং ক্যাম্ফারের জায়গায় স্টিফেন ডোহেনিকে দলে নিয়েছে আয়ারল্যান্ড।
গত ডিসেম্বরের পর প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল ক্যারিবীয়রা। ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফকে দলে ফিরেছেন।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ব্যাট হাতে নিজের জাত চিনিয়েছিলেন আমির জাঙ্গু। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৬টি চার ও ৪টি ছক্কায় ৮৩ বলে অপরাজিত ১০৪ রান করেন তিনি। যার সুবাদে দলে জায়গা ধরে রেখেছেন জাঙ্গু।
আয়ারল্যান্ড সিরিজে ক্যারিবিয় দলে ফিরেছেন জুয়েল অ্যান্ড্রুও। গত বছরের অক্টোবরে শ্রীলংকা সিরিজে ওয়ানডেতে অভিষেকের পর দল থেকে ছিটকে পড়েন জুয়েল।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ওয়েষ্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজ সহজ হবে না। তবে আমরা সাফল্যের ব্যাপারে আশাবাদী। জয় দিয়ে সিরিজ শুরু করতে পারলে কাজটা সহজ হবে।’
এখন পর্যন্ত ১৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজ ১১ ম্যাচে ও আয়ারল্যান্ড ৩ ম্যাচ জিতেছে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি এবং জেইডেন সিলেস।
আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, কেড কারমাইকেল, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ম্যাথিউ হাম্প্রিস, জশ লিটল, টম মায়াস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার।