ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)চলতি মৌসুমে প্লে-অফের জন্য তিন বিদেশি ক্রিকেটার ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও রিচার্ড গ্লিসন এবং শ্রীলংকার চারিথ আসালঙ্কাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে প্লে-অফে খেলবেন না ইংল্যান্ডের উইল জ্যাকস। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্য দলের সাথে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার রায়ান রিকেলটন ও কর্বিন বশ। তাদের জায়গায় নেওয়া হয়েছে বেয়ারস্টো, গ্লিসন এবং আসালঙ্কাকে।
মুম্বাই ইন্ডিয়ান্স এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেয়ারস্টোকে ৫ দশমিক ২৫ কোটি, গ্লিসনকে ১ কোটি এবং আসালঙ্কাকে ৭৫ লাখ রুপিতে দলে নেওয়া হয়েছে। প্লে-অফে খেলার সুযোগ পেলে দলের সাথে যোগ দেবেন তারা।’
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে প্লে-অফের দৌড়ে টিকে আছে মুম্বাই। তাদের সাথে লড়াইয়ে আছেন মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস।
আগামীকাল দিল্লির বিপক্ষে এবং ২৬ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে মুম্বাই।