ঢাকা, ২০ মে ২০২৫ (বাসস) : ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচের প্রথম দিন নিজেদের করে রাখল বাংলাদেশ ইমার্জিং দল।
প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩৩ রান করেছে বাংলাদেশ। শিবলি ১০৪ রান করেন।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। চৌধুরি এমডি রিজওয়ানকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন শিবলি। ১২ রান করে ফিরেন রিজওয়ান।
দ্বিতীয় উইকেটে আইচ মোল্লার সাথে ৬০ ও তৃতীয় উইকেটে অধিনায়ক শাহাদাত হোসেনের সাথে ৪৪ রানের জুটি গড়েন শিবলি। এসময় ১৬টি চার ও ১টি ছক্কায় ১৪৩ বলে ১০৪ রান করে রান আউট হন তিনি। ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন শিবলি।
আইচ মোল্লা ২৪ ও আরিফুল ইসলাম ৩ রানে আউট হলে ৫৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন শাহাদাত ও প্রীতম কুমার।
শাহাদাত ৪২ ও প্রীতম ৩১ রানে অপরাজিত আছেন।
দক্ষিণ আফ্রিকার ফন ফুরেন-এনটুলি-সিমেলানে ১টি করে উইকেট নেন।