ঢাকা, ২১ মে ২০২৫ (বাসস) : প্লে-অফে উঠতে না পারলেও জয় দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর শেষ করল রাজস্থান রয়্যালস।
গতরাতে লিগ পর্বে নিজেদের ১৪ ও শেষ ম্যাচে রাজস্থান ৬ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে। ফলে ১৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে রাজস্থান। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে চেন্নাই বড় ব্যবধানে না জিতলে নবম স্থানে থেকেই এবারের আইপিএল শেষ করবে রাজস্থান। ১৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশম ও শেষ দল চেন্নাই।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১২ রানে ২ উইকেট হারায় চেন্নাই। এ অবস্থায় ওপেনার আয়ুশ মহাত্রে মারমুখী মেজাজে রানের চাকা সচল রাখলেও ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ৮ চার ও ১ ছক্কায় ২০ বলে ৪৩ রান করেন মহাত্রে।
ষষ্ঠ উইকেটে ডেওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবের ৩৬ বলে ৫৯ রানের জুটিতে চাপমুক্ত হয় চেন্নাই। ২টি চার ও ৩টি ছক্কায় ব্রেভিস ২৫ বলে ৪২ রানে থামার পর সপ্তম উইকেটে অধিনায়ক ধোনির সাথে ৩৩ বলে ৪৩ রান যোগ করে চেন্নাইকে লড়াকু সংগ্রহ এনে দেন দুবে। ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান পায় চেন্নাই।
২টি করে চার-ছক্কায় দুবে ৩২ বলে ৩৯ এবং ১টি ছক্কায় ১৭ বলে ১৬ রান করেন ধোনি। রাজস্থানের যুধবীর সিং ও আকাশ মাধওয়াল ৩টি করে উইকেট নেন।
জবাবে উদ্বোধনী জুটিতে ৩৭ রানের মধ্যে ৩৬ রান করে সাজঘরে ফিরেন যশ্বসী জয়সওয়াল। ১৯ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ৯৮ রানের জুটিতে রাজস্থানের জয়ের পথ সহজ করেন বৈভব সূর্যবংশি ও অধিনায়ক সঞ্জু স্যামসন। ৩ চার ও ২ ছক্কায় স্যামসন ৪১ রান থামলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন সূর্যবংশি। ৪টি করে চার-ছক্কায় ৩৩ বলে ৫৭ রান করেন তিনি।
এবারের আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই ২৪টি ছক্কা মেরেছেন সূর্যবংশি। এক মৌসুমে ২০ বছরের কম বয়সে সর্বোচ্চ ছক্কার মারার রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
২০১৭ সালে ১৯ বছর ৭ মাস বয়সে ২৪ ছক্কা মেরেছিলেন ঋসভ পান্ত। এাবরের আইপিএলে রাজস্থানের আর কোন ম্যাচ না থাকায় রেকর্ডটা এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ হারালেন সূর্যবংশি।
পঞ্চম উইকেটে ৯ বলে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে রাজস্থানের জয় নিশ্চিত করেন ধ্রুব জুরেল ও শিমরোন হেটমায়ার। ২টি চার ও ৩টি ছক্কায় ১২ বলে জুরেল ৩১ এবং হেটমায়ার ১টি করে চার-ছক্কায় ৫ বলে ১২ রান নিয়ে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হয়েছে মাধওয়াল।