ঢাকা, ২১ মে ২০২৫ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আজ এক এক বিবৃতিতে সূচি জানিয়েছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি জানায়, ২৮মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ হবে ৩০ মে। পহেলা জুন অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ।
সিরিজের সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে ২৬ ও ২৭ মে প্রস্তুতি নিবে টাইগাররা।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরে ওয়ানডের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় দু’দেশের ক্রিকেট বোর্ড।
কিন্তু ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি শঙ্কার মুখে পড়ে। শঙ্কা কেটে গেলে দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ খেলার বিষয়টি চূড়ান্ত হয়।