বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:৫৯

ঢাকা, ২১ মে ২০২৫ (বাসস) : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজ এক এক বিবৃতিতে সূচি জানিয়েছে পিসিবি। 

বিবৃতিতে পিসিবি জানায়, ২৮মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ হবে ৩০ মে। পহেলা জুন অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। 

সিরিজের সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে ২৬ ও ২৭ মে প্রস্তুতি নিবে টাইগাররা। 

আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরে ওয়ানডের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় দু’দেশের ক্রিকেট বোর্ড। 

কিন্তু ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি শঙ্কার মুখে পড়ে। শঙ্কা কেটে গেলে দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ খেলার বিষয়টি চূড়ান্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০