জাতীয় বয়স ভিত্তিক সাঁতারের প্রথম দিনে বিকেএসপির মাইশার নতুন জাতীয় রেকর্ড

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:০৬
১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির মাইশা আক্তার মিম নতুন জাতীয় রেকর্ড গড়েছেন -ছবি : বাসস

ঢাকা, ২১ মে ২০২৫ (বাসস) : ৩৭তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতার প্রথম দিনে একটি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বালিকা ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইলে বিকেএসপির মাইশা আক্তার মিম নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। ২০১২ সালে করা আনসারের নাজমা খাতুনের রেকর্ড ভেঙেছেন তিনি। 

প্রথম দিন ২৪টি ইভেন্ট শেষে পদক তালিকার শীর্ষে আছে বিকেএসপি। ১৭ টি স্বর্ণ, সমান সংখ্যক রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জিতেছে বিকেএসপির সাঁতারুরা। একটি করে স্বর্ণ জিতেছে শিলাইদাহ সুইমিং ক্লাব, বগুড়া সুইমিং ক্লাব, আলমগীর সুইমিং ক্লাব, ঝিনাইদহ সুইমিং ক্লাব, ডেফোডিল সুইমিং ক্লাব, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও বগুড়া সুইমিং সেন্টার। 

সকাল থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিয়া ভাই। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন। 

চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপিসহ মোট ৮০টি দলের প্রায় ৫৫০ জন সাঁতারু অংশ নিচ্ছে। সাঁতারে ১০০ টি ইভেন্ট ও ডাইভিং এ ৩টি ইভেন্টসহ (১ মিঃ স্প্রিং বোর্ড, ৩ মিঃ স্প্রিং বোর্ড, ৫ মি: প্ল্যাটফর্ম ডাইভিং ) মোট ১০৩টি ইভেন্টে প্রতিযোগিতা হচ্ছে। বয়সভিত্তিক এই সাঁতার প্রতিযোগিতাকে ৫টি গ্রুপে (অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০) ভাগ করা হয়েছে। 

বিজয়ী সাঁতারুদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদানের পাশাপাশি আর্থিকভাবে পুরস্কৃত করা হবে। স্বর্ণ জয়ী দুই হাজার টাকা, রৌপ্য জয়ী এক হাজার টাকা ও ব্রোঞ্জ জয়ের জন্য ৫০০ টাকা পুরস্কারের ঘোষনা দেয়া হয়েছে। 

এছাড়া জাতীয় রেকর্ড গড়লে থাকছে ৫ হাজার টাকার অর্থ পুরস্কার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০