২২ বছর পর টেস্টে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-জিম্বাবুয়ে

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:১৬ আপডেট: : ২১ মে ২০২৫, ১৯:২৬

ঢাকা, ২১ মে ২০২৫ (বাসস) : দীর্ঘ ২২ বছর পর টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামীকাল থেকে নটিংহামে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে দু’দল। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে টেস্ট।

টেস্ট ইতিহাসে তিনবার টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। ১৯৯৬, ২০০০ ও ২০০৩ সালে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে তারা। এসময় ৬ ম্যাচের মধ্যে ৩টিতে জিতেছে ইংল্যান্ড, ৩টি টেস্ট ড্র হয়। ইংলিশদের বিপক্ষে কখনও টেস্ট জিততে পারেনি জিম্বাবুয়ে। 

২০০৩ সালের পর কখনও টেস্টে মুখোমুখিও হয়নি ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। সর্বশেষ সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল ইংল্যান্ড। এবার ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়তে চায় জিম্বাবুয়ে। দলের অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আমরা ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছি। এই টেস্ট নিয়ে সবার মধ্যে বাড়তি উত্তেজনা কাজ করছে।

আমরা ইংল্যান্ডের বিপক্ষে কখনও টেস্ট জিততে পারিনি। এবার আমরা ইতিহাস গড়তে চাই। নতুন কিছুর জন্ম দিতে চাই। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

গত মাসে বাংলাদেশ সফরে সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করে তারা। বাংলাদেশ সিরিজ থেকে অনুপ্রেরণা নিয়ে ইংল্যান্ডকে চমকে দিতে চায় জিম্বাবুয়ে। আরভিন বলেন, ‘ইংল্যান্ড বিশ্ব সেরা দল। তবে আমরা আত্মবিশ্বাসী। সর্বশেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে ১টি জয় আমাদের উৎসাহিত করছে। ঐ সিরিজের অভিজ্ঞতা ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে চাই। আশা করছি, দলের সবাই নিজেদের সেরা ক্রিকেট খেলবে এবং সাফল্য পাবে।’

টেস্ট র‌্যাংকিংয়ে জিম্বাবুয়ে ১২তম ও শেষ দল হলেও তাদের সমীহ করছে ইংল্যান্ড। জিম্বাবুয়েকে হালকাভাবে নেবার কোন সুযোগ নেই বলে জানান ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সর্বশেষ টেস্ট সিরিজে ভালো করেছে। এজন্য তাদের হালকাভাবে নেবার কোন সুযোগ নেই। আমরা সর্তক থাকব এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর টেস্টে ফিরছেন নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। 

এ টেস্ট দিয়ে অভিষেক হতে যাচ্ছে ডান-হাতি পেসার স্যাম কুকের। ৮৯টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৩২১ উইকেট শিকার করেছেন তিনি। তার সাথে পেস আক্রমণে থাকছেন জশ টাং ও গাস অ্যাটকিনসন। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির।

টপ অর্ডারে আছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও ওলি পোপ। চার ও পাঁচ নম্বরে নামবেন জো রুট এবং হ্যারি ব্রুক। উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন জেমি স্মিথ।

একমাত্র টেস্টের জন্য সম্প্রতি শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। টেস্ট দলে ফিরেছেন সিকান্দার রাজা, পেসার নিউম্যান ন্যামহুরি ও উইকেটরক্ষক ক্লাইভ মাদান্দেকে।

বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েন জোনাথন ক্যাম্পবেল, ভিনসেন্ট মাসেকেসা ও নিয়াশা মায়াভো। ইংলিশ পেস কন্ডিশন বিবেচনায় লেগ-স্পিনার মাসেকেসার জায়গায় দলে নেওয়া হয়েছে পেসার ন্যামহুরিকে।

ইংল্যান্ড একাদশ : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জশ টাং ও শোয়েব বশির।

জিম্বাবুয়ে দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ, সিন উইলিয়ামস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্ঘটনার শিকার বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে : বাংলাদেশ ব্যাংক গভর্নর
নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো ১০ দিন
পাকুন্দিয়ায় দুই ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
ভ্রাম্যমাণ ট্রাকে সর্বসাধারণের কাছে টিসিবির পণ্য বিক্রয় শুরু বৃহস্পতিবার
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
কোরবানির চামড়া সংরক্ষণে সহায়তা দেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
‘সুস্থ হয়ে উঠেছেন’ আসাঞ্জ, গাজা-শার্ট পরে কানসে প্রামাণ্যচিত্র প্রচার
বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার বিকল্প নেই: দুর্যোগ উপদেষ্টা
আর্কটিক দূষণ নিয়ে আলোকপাত করবে মেরু ভালুকের বায়োপসি
১০