র‌্যাংকিংয়ে তানজিদের বড় লাফ

বাসস
প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:৩১

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস) : আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ২৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯ ও দ্বিতীয় ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলার সুবাদে তালিকার ৯৮ নম্বরে উঠে এসেছেন তানজিদ। 

র‌্যাংকিংয়ে আরও উন্নতি হয়েছে অধিনায়ক লিটন দাস, জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়েরও। সিরিজের প্রথম দুই ম্যাচে ৫১ রান করায় এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে আছেন লিটন। 

দুই ম্যাচে ১৩ ও ১৮ রান করে ছয় ধাপ এগিয়ে ৮২তম স্থানে জায়গা করে নিয়েছেন জাকের। 

এক ধাপ এগিয়েছেন হৃদয়। ২৯তম স্থানে আছেন আরব আমিরাতের বিপক্ষে ২০ ও ৪৫ রান করা হৃদয়। 

সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন ওপেনার পারভেজ হোসেন। ৫৪ বলে ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। কিন্তু এখনও র‌্যাংকিংয়ে ১শর মধ্যে আসতে পারেননি তিনি। 

বোলিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলামের। ফিজ ২৫তম, তানজিম ৪০তম এবং শরিফুল ৭৬তম স্থানে উঠেছেন।

তবে অবনতি হয়েছে মাহেদি হাসান, রিশাদ হোসেন ও হাসান মাহমুদের। মাহেদি ছয় ধাপ পিছিয়ে ১৯তম, রিশাদ-হাসান এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে- ২১তম ও ২৬তম স্থানে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০