ঢাকা, ২১ মে ২০২৫ (বাসস) : মোহাম্মদ নাইম ও সাইফ হাসানের জোড়া হাফ-সেঞ্চুরিতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২২৫ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে ৫৭.৩ ওভার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩০ রানের উড়ন্ত সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার নাইম ও এনামুল হক। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৮ রানে আউট হন এনামুল।
সেঞ্চুরির পথে থাকলেও হতাশ করেছেন নাইম। ১০টি চার ও ২টি ছক্কায় ৮২ রানে আউট হন তিনি।
১৩৬ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর সতীর্থদের নিয়ে দু’টি চল্লিশোর্ধ জুটি গড়েন সাইফ। তৃতীয় উইকেটে জাকির হাসানের সাথে ৪৪ এবং চতুর্থ উইকেটে অমিত হাসানকে নিয়ে ৪৩ রান যোগ করেন সাইফ। ৪টি চার ও ৩টি ছক্কায় ৫১ রান করে আউট হন সাইফ। ১৯ রানে থামেন জাকির।
পঞ্চম উইকেটে অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন জুটি শুরুর কিছুক্ষণ পর দুপুর সাড়ে তিনটায় বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এরপর আর খেলা শুরু না হলে আগেভাগেই প্রথম দিনের ইতি ঘটে।
অমিত ১৬ ও মাহিদুল ১ রানে অপরাজিত আছেন। নিউজিল্যান্ডের জ্যাকারি ফকস ২ উইকেট নেন।