বাইউস্টে আন্ত:বিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২২ মে ২০২৫, ২০:৫০
বাইউস্টে আন্ত:বিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্টে আইন বিভাগ চ্যাম্পিয়ন -ছবি : বাসস

ঢাকা, ২২ মে ২০২৫ (বাসস) : বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট) আয়োজিত আন্ত:বিভাগীয় নারী ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। গতকাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সিএসই বিভাগকে হারিয়ে শিরোপা অর্জন করে আইন বিভাগ। 

বাইউস্ট স্পোর্টস ক্লাবের আয়োজনে গত ১২ মে এই টুর্নামেন্ট শুরু হয়।

৮ ওভারের নাইন-এ-সাইড টুর্নামেন্টে এবার মোট চারটি বিভাগ- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ইংরেজি এবং আইন বিভাগ অংশগ্রহণ করে। 

বুধবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আইন বিভাগ ঝড়ো গতিতে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। আইন বিভাগের ব্যাটার সাবিহা সুলতানা রিমি সর্বোচ্চ ৫২ রান করে অপরাজিত থাকে। জবাবে ব্যাট করতে নেমে সবক’টি উইকেট হারিয়ে ৭.১ ওভারে মোট ৮৬ রান সংগ্রহ করে সিএসই বিভাগ। 

আইন বিভাগের ব্যাটার রিমি ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হিসাবে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। এছাড়া সিএসই বিভাগের কানিজ সুলতানা নুপুর টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার লাভ করেন।

ফাইনালে প্রধান অতিথি হিসাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ফাইনালে আরো উপস্থিত ছিলেন বাইউস্টের রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০